ODI

টেস্টে হিরো কিন্তু ওয়ানডেতে জিরো এই ভারতীয় ক্রিকেটাররা

তাঁরা প্রত্যেকেই টেস্ট ক্রিকেটে অত্যন্ত সফল। একাধিক অসাধারণ ইনিংস রয়েছে তাঁদের। কিন্তু, এক দিনের ম্যাচে তেমন ভাবে ঝলসে উঠতে দেখা যায়নি। এক ঝলকে দেখে নেওয়া যাক, এমনই কয়েক জন ভারতীয় ক্রিকেটারকে।

Advertisement
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ১৫:৩১
Share:
০১ ০৬

তাঁরা প্রত্যেকেই টেস্ট ক্রিকেটে অত্যন্ত সফল। একাধিক অসাধারণ ইনিংস রয়েছে তাঁদের। কিন্তু, এক দিনের ম্যাচে তেমন ভাবে ঝলসে উঠতে দেখা যায়নি। এক ঝলকে দেখে নেওয়া যাক, এমনই কয়েক জন ভারতীয় ক্রিকেটারকে।

০২ ০৬

মুরলি বিজয়: ভারতীয় টেস্ট দলের ভরসার ওপেনার। চল্লিশের উপর গড় রয়েছে টেস্টে। কিন্তু, এক দিনের ম্যাচে তেমন দাগ কাটতে পারেননি। মাত্র ১৭ এক দিনের ম্যাচে সুযোগ পেয়েছেন। গড় ২২-এরও কম। একটিও শতরান নেই তাঁর।

Advertisement
০৩ ০৬

ইশান্ত শর্মা: টেস্টে ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম মূল স্তম্ভ। ২৩৪ উইকেট রয়েছে তাঁর দখলে। টেস্টে এই সফল বোলার সীমিত ওভারের ম্যাচে তেমন কিছু করতে পারেননি। ৮০ একদিনের ম্যাচ খেললেও উইকেট পেয়েছেন মাত্র ১১৫।

০৪ ০৬

চেতেশ্বর পূজারা: রাহুল দ্রাবিড়ের বিকল্প হিসেবে ভাবা হয় তাঁকে। টেস্টে তিন নম্বরের নিয়মিত সদস্য পূজারা ৬০-এর বেশি টেস্ট খেলেছেন। গড় পঞ্চাশের উপর। সফল টেস্ট ক্রিকেটার মাত্র পাঁচটি এক দিনের ম্যাচে সুযোগ পেয়েছেন। গড় দশের সামান্য বেশি।

০৫ ০৬

অজিঙ্ক রাহানে: টেস্টে প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্য। গড় ৪৩-এর বেশি। কিন্তু, নব্বইটি এক দিনের ম্যাচ খেলে ফেলেছেন। গড় ৩৫-এর সামান্য বেশি। মাত্র তিনটি শতরান রয়েছে তাঁর।

০৬ ০৬

ভিভিএস লক্ষ্মণ: প্রাক্তন ভারতীয় ক্রিকেটারটির যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে না। বিশ্বের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটারদের তালিকায় নাম থাকবে লক্ষ্মণের। এমনই গুরুত্বপূর্ণ টেস্ট ক্রিকেটারটি একদিনের ম্যাচে তেমন নজর কাড়েননি। ৮৬ এক দিনের ম্যাচ খেললেও করেছেন মাত্র ছয়টি শতরান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement