MS Dhoni

পরবর্তী ক্যাপ্টেনদের জন্য যে সব চ্যালেঞ্জ রেখে গেলেন ধোনি

তিনি মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল। তাঁর হাত ধরেই সাফল্যের তুঙ্গে পৌঁছেছিল ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক হিসেবে একের পর এক রেকর্ড জমা হয়েছে তাঁর ঝুলিতে। সেই অধিনায়কত্ব থেকেই এ বার সরে দাঁড়ালেন ধোনি। টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ১১:১৯
Share:

ফাইল চিত্র

তিনি মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল। তাঁর হাত ধরেই সাফল্যের তুঙ্গে পৌঁছেছিল ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক হিসেবে একের পর এক রেকর্ড জমা হয়েছে তাঁর ঝুলিতে। সেই অধিনায়কত্ব থেকেই এ বার সরে দাঁড়ালেন ধোনি। টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। এ বার একদিনের ম্যাচ ও টি২০র অধিনায়কত্বকেও বিদায় জানালেন। যেন রাস্তাটা তৈরি করে ফেললেন অবসরের। ধোনি হয়তো একদিন আর গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়াবেন না, ব্যাট হাতে নামবেন না ভারতের হাল ধরতে। মাঠে দাঁড়িয়ে উপদেশ দেবেন না সতীর্থদের। কিন্তু থেকে যাবে তাঁর কৃতিত্ব, ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান।

Advertisement

আরও পড়ুন- টিম বিরাট তৈরির সুযোগ করে দিয়ে গেল ধোনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement