Cricket

যে ইনিংসগুলির জন্য ক্রিকেট মনে রাখবে গৌতম গম্ভীরকে

ভারতীয় দলের একজন সফল ওপেনার থেকে শুরু করে কেকেআর-এ সফল অধিনায়ক। সব ক্ষেত্রেই নজির গড়ে গিয়েছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। বেশ কিছু দিন জাতীয় দলে না থাকলেও ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাননি। অবশেষে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন গৌতম গম্ভীর। দেখে নেওয়া যাক জাতীয় দলের হয়ে খেলা গম্ভীরের কয়েকটি সেরা ইনিংসের দিকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ১৩:০০
Share:
০১ ০৮

ভারতীয় দলের একজন সফল ওপেনার থেকে শুরু করে কেকেআর-এ সফল অধিনায়ক। সব ক্ষেত্রেই নজির গড়ে গিয়েছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। বেশ কিছু দিন জাতীয় দলে না থাকলেও ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাননি। অবশেষে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন গৌতম গম্ভীর। দেখে নেওয়া যাক জাতীয় দলের হয়ে খেলা গম্ভীরের কয়েকটি সেরা ইনিংসের দিকে।

০২ ০৮

২০০৭ সালে টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে করা ৭৫ রান। ভারত করেছিল মোট ১৫৭ রান। ফাইনালের সেই ম্যাচে ভারতকে জেতানোর জন্য গম্ভীরের ইনিংসই হয়ে উঠেছিল সেরা।

Advertisement
০৩ ০৮

২০১১ বিশ্বকাপ ফাইনাল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করেছিল ২৭৪। গৌতম গম্ভীরের ৯৭ রানের সুবাদে দশ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া।

০৪ ০৮

২০০৯ নিউজিল্যান্ড সফরে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করেছিল ৬১৯। প্রথম ইনিংসে ভারত ৩০৫ রানে শেষ হয়ে যায়। ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে রুখে দাঁড়ায় গম্ভীরের ব্যাট। ৬৪৩ মিনিটে ৪৩৬ বল খেলে তাঁর ১৩৭ রানের ইনিংস বাঁচিয়ে দেয় ভারতকে।

০৫ ০৮

২০০৮ সালে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট। লি-জনসনদের আক্রমণ সামলে করেছিলেন ২০৬ রান। টেস্ট শেষ পর্যন্ত অসমাপ্ত থেকে গেলেও সে দিন গম্ভীর জয় করেছিলেন তামাম দেশবাসীর মন।

০৬ ০৮

২০০৯ তে কলকাতায় শ্রীলঙ্কার মুখোমুখী টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে শ্রীলঙ্কা করেছিল ৩১৫ রান। ইনিংসের শুরুতেই ফিরে গিয়েছিলেন সচিন-সহবাগ। সে দিন তরুণ বিরাট কোহালিকে সঙ্গে নিয়ে গম্ভীর করেন অপরাজিত ১৫০। ভারতে সাত উইকেটে ম্যাচ জিতে যায়।

০৭ ০৮

২০১২ তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে এক দিনের ম্যাচ। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করেছিল ২৬৯। গৌতম গম্ভীরের ৯২ রানের সুবাদে চার উইকেটে জয় আসে ভারতের।

০৮ ০৮

২০০৯ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্ট। ম্যাচ অমিমাংসীত ভাবে শেষ হলেও প্রথম ইনিংসে গম্ভীরের ১৬৭ রানের ইনিংসটি অন্যতম সেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement