Sourav Ganguly

অভিষেকের আগের দিন লর্ডসে... ২৪ বছর আগের ছবি পোস্ট করলেন সৌরভ

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সে বারের ইংল্যান্ড সফরের ছবি। যাতে দেখা যাচ্ছে সবুজ ঘাসে সোয়েটার পরিহিত সৌরভ বল হাতে দৌড় শুরুর অপেক্ষায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২০ ০৯:৫৫
Share:

স্মৃতিতে ডুব দিলেন সৌরভ। —ফাইল চিত্র।

১৯৯৬ সালে লর্ডসে টেস্টে অভিষেক ঘটেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অভিষেকেই করেছিলেন বাজিমাত। বুঝিয়েছিলেন, তিনি থাকতেই এসেছেন।

Advertisement

করোনাভাইরাসের আবহে বিশ্ব জুড়ে যখন থমকে আছে জীবন, তখন সেই টেস্ট অভিষেকের স্মৃতিতে ডুব দিলেন সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সে বারের ইংল্যান্ড সফরের ছবি। যাতে দেখা যাচ্ছে সবুজ ঘাসে সোয়েটার পরিহিত সৌরভ বল হাতে দৌড় শুরুর অপেক্ষায়। সঙ্গে লিখেছেন, “স্মৃতি। ১৯৯৬ সালে টেস্ট অভিষেকের আগের দিন লর্ডসে অনুশীলন করছি।”

আরও পড়ুন: দুশ্চিন্তা মাথায় নিয়েই ঘরবন্দি ময়দান মজেছে আঁকা-গান-রান্নায়

Advertisement

আরও পড়ুন: ভারত-সহ যে কোনও দেশের পেসারদের কোচিংয়ে আগ্রহ প্রকাশ প্রাক্তন পাক তারকার​

টেস্ট অভিষেকেই বাজিমাত করেছিলেন সৌরভ। তিন নম্বরে নেমে করেছিলেন ১৩১ রান। ৩০১ বলের ইনিংস সাজিয়েছিলেন ২০টি চারে। তাঁর জন্যই প্রথম ইনিংসে ৪২৯ রান তুলেছিল ভারত। ৮৫ রানের লিডও এসেছিল। ইংল্যান্ড অবশ্য ড্র করেছিল সেই টেস্ট। সেই শুরু, আর ফিরে তাকাতে হয়নি ‘প্রিন্স অফ ক্যালকাটা’কে। পরের টেস্টেও করেন সেঞ্চুরি। ম্যান অফ দ্য সিরিজও হন। ক্রিকেট কেরিয়ারে ১১৩ টেস্ট আর ৩১১ ওয়ানডে খেলেছেন সৌরভ। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান ১৮ হাজার ৫৭৫। খেলা ছাড়ার পর ক্রিকেট প্রশাসনে এসেছেন তিনি। সিএবি-র প্রেসিডেন্ট থাকার পর এখন সৌরভ বিসিসিআই-এর প্রেসিডেন্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন