Sreesanth

স্পট-ফিক্সিং কাণ্ডে জড়িয়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন শ্রীসন্থ

কান্নায় ভেঙে পড়ে শ্রীসন্থ বলেছেন, তাঁর ছেলে যদি ক্রিকেট খেলে, তাহলেও তিনি তা দেখতে পাবেন না। কারণ, ক্রিকেট মাঠে তাঁর প্রবেশের অনুমতি নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৯:০২
Share:

ফের নিজেকে নির্দোষ বলে দাবি করলেন শ্রীসন্থ।

২০১৩ সালে আইপিএলে স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় আত্মহত্যার কথাও ভেবেছিলেন জাতীয় দলের প্রাক্তন পেসার শ্রীসন্থ। সেই যন্ত্রণার দিনগুলোর কথাই ‘বিগ বস’ শোয়ে উঠে এল তাঁর গলায়।

Advertisement

আইপিএলের ষষ্ঠ সংস্করণে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে এই অভিযোগ উঠেছিল। একা শ্রীসন্থই নন, স্পট-ফিক্সিংয়ে অভিযুক্ত হয়েছিলেন অজিত চান্ডিলা ও অঙ্কিত চবন। ২০১৫ সালে অবশ্য দিল্লি কোর্ট এই অভিযোগ থেকে তাঁকে বেকসুর খালাস করে দেয়। কিন্তু, তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাঁকে চিরনির্বাসিত রেখেছে।

শ্রীসন্থ বলেছেন, মাত্র দশ লক্ষ টাকার জন্য তাঁকে স্পট-ফিক্সিংয়ে অভিযুক্ত করা হয়েছিল। ক্রিকেট কেরিয়ারে দাঁড়ি পড়তে চলেছে দেখে হতাশায় সেই সময় আত্মহত্যা করার কথা মাথায় উঁকি দিয়েছিল তাঁর। ৩৫ বছর বয়সী নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। এই শোয়ে কোনওদিন দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়ার দাবিও করেছেন তিনি। কান্নায় ভেঙে পড়ে শ্রীসন্থ বলেছেন, তাঁর ছেলে যদি ক্রিকেট খেলে, তাহলেও তিনি তা দেখতে পাবেন না। কারণ, ক্রিকেট মাঠে তাঁর প্রবেশের অনুমতি নেই।

Advertisement

আরও পড়ুন: আমাকে ধ্বংস করার চেষ্টা চলছে! বোর্ডকে পাঠানো চিঠিতে বিস্ফোরক মিতালি​

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার নেটে পুল মারতে গিয়ে পড়ে গেলেন স্টিভ স্মিথ, দেখুন ভিডিয়ো​

ইনস্টাগ্রামে শ্রীসন্থের এই কথাবার্তার ভিডিয়ো পোস্ট করেছে কালার্স টিভি। আর সেখানেও জন্ম নিয়েছে বিতর্ক। রাজস্থান রয়্যালসের সেই সময়ের অন্যতম মালিক রাজ কুন্দ্রা এই পোস্টের নিচে ‘এপিক’ লিখে হাসির ইমোজি দেন। তার আবার সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, সেই সময় বেটিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছিলেন রাজ কুন্দ্রাও।

@sreesanthnair36 is about to reveal yet another gripping secret of his life! Tune in tonight at 9 PM and watch what unfolds. #BB12 #BiggBoss12 @iamappyfizz @oppomobileindia @thegarnierman @letsdroom

A post shared by Colors TV (@colorstv) on

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন