পুণে মাঠে লন্ডন থেকে উড়ে আসার চেষ্টায় এসআরকে

শোনা গিয়েছিল, রোববার আসছেনই। রাতে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর জানালেন, তাঁর আসা এখনও অনিশ্চিত। কারণ জরুরি কাজে শাহরুখ এখনও লন্ডনে। চেষ্টা করছেন, ফ্লাইট ধরে কাল মুম্বই নেমে আবার চার্টার্ড ফ্লাইটে যদি পুণে চলে আসা যায়। এমনিতে আকাশপথে মুম্বই-পুণে যেতে যা সময় লাগে, তা অফিস টাইমে ধর্মতলা থেকে শ্যামবাজার যাওয়ার চেয়েও কম।

Advertisement

গৌতম ভট্টাচার্য

পুণে শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ০৩:১২
Share:

তাঁর টিম এ বারের আইপিএলে চারটে ম্যাচ খেলে এত ভাল ফর্মে অথচ তিনি, শাহরুখ খান কি না একদিনও মাঠে আসেননি!

Advertisement

শোনা গিয়েছিল, রোববার আসছেনই। রাতে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর জানালেন, তাঁর আসা এখনও অনিশ্চিত। কারণ জরুরি কাজে শাহরুখ এখনও লন্ডনে। চেষ্টা করছেন, ফ্লাইট ধরে কাল মুম্বই নেমে আবার চার্টার্ড ফ্লাইটে যদি পুণে চলে আসা যায়। এমনিতে আকাশপথে মুম্বই-পুণে যেতে যা সময় লাগে, তা অফিস টাইমে ধর্মতলা থেকে শ্যামবাজার যাওয়ার চেয়েও কম। কুড়ি মিনিট। কিন্তু লন্ডন থেকে তিনি কখন ছাড়া পাবেন, সেটাই টিমের লোকেরা বুঝতে পারছে না।

নাইটদের পরের খেলা মুম্বইয়ে। রোহিত শর্মার টিমের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার। কিন্তু সে দিন তাঁর নতুন ছবি ‘রইস’-এর ফাইট সিকোয়েন্স রয়েছে। শাহরুখ চেয়েছিলেন সেটা পিছিয়ে যদি বহু বছর পর ওয়াংখেড়েতে যেতে পারেন। কিন্তু বিদেশি ফাইটমাস্টাররা নাকি শ্যুটিং পিছোতে আপত্তি করছেন। কাজেই যদি পুণে মাঠে যেতে না পারেন, তা হলে আসবেন ৪ মে ইডেনে। সংগঠক পুণে সুপারজায়ান্টস অবশ্য এসআরকে আসবেন ধরে নিয়ে তাঁর সমাগমের জন্য বন্দোবস্ত সেরে রেখেছে।

Advertisement

শোনা গেল, ফ্যানের সাফল্য আপাতত এসআরকে-কে তুরীয় মেজাজে রেখে দিয়েছে। মধ্যিখানে একদিন ভেবেছিলেন, ইডেনে খেলা দেখতে যাবেন কিন্তু সে দিনই লন্ডন থেকে মাদাম তুঁসো কর্তৃপক্ষ ফোন করে জানায়, মোমের মূর্তিগুলো তাঁরা বার করে আনছে। সেই অনুষ্ঠানে শাহরুখকে আসতেই হবে। এর আগে ফ্যানের প্রোমোশনে ব্যস্ত থাকায় তিনি কেকেআর ম্যাচ দেখতে আসতে পারেননি। গত কাল কেকেআর টিমকে ফ্যান দেখানো হয় এখানকার মাল্টিপ্লেক্সে নিয়ে গিয়ে। টিমের বিদেশি প্লেয়াররাও গিয়েছিলেন। তাঁদের জন্য ইংরেজি সাবটাইটেলের ব্যবস্থা ছিল। সিনেমা দেখে টিম আমোদিত। এবং ভিডিওতে এক-এক জন পোস্টও করেছেন নিজেদের প্রতিক্রিয়া।

সব মিলিয়ে মালিকের ফিল্ম বক্স অফিস হিট। আবার টিম ফর্ম আপাতত হিট— কেকেআর পরিবারকে সুখী ফিল্মের মতো দেখাচ্ছে। যতই আইপিএলের অভিজ্ঞতা বলুক, এটা ম্যারাথন দৌড় যে এগিয়ে থাকে সে মোটেও সব সময় জিতে শেষ করে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন