ঝালদায় আজ রাজ্য হ্যান্ডবল টুর্নামেন্ট

রাজ্য স্কুল হ্যান্ডবলের বালক ও বালিকাদের বিভাগে মূল পর্বে উঠল পুরুলিয়া। আজ সোমবার থেকে ঝালদায় শুরু হচ্ছে ৬২তম অনূর্ধ্ব রাজ্য স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা। রবিবার ঝালদা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার শেষ পর্যায়ের এলিমিনেশন ম্যাচ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝালদা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০০:৪৫
Share:

রাজ্য স্কুল হ্যান্ডবলের বালক ও বালিকাদের বিভাগে মূল পর্বে উঠল পুরুলিয়া। আজ সোমবার থেকে ঝালদায় শুরু হচ্ছে ৬২তম অনূর্ধ্ব রাজ্য স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা। রবিবার ঝালদা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার শেষ পর্যায়ের এলিমিনেশন ম্যাচ হয়। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক নূরউদ্দিন হালদার জানিয়েছেন, বালকদের বিভাগে এনিমিনেশন পর্যায়ে পুরুলিয়া ২৩-৫ গোলে বাঁকুড়াকে পরাজিত করে। পুরুলিয়ার হয়ে গোলাম মানসুরি ৯টি ও সঞ্জয় কিস্কু ৬টি গোল করে। বালিকাদের বিভাগে একই পর্যায়ে পুরুলিয়া ১২-০ গোলে পশ্চিম মেদিনীপুরকে পরাজিত করে মূল পর্বে ওঠে। পুরুলিয়ার হয়ে ১০টি গোল করে শীলা মুড়া। প্রতিযোগিতা কমিটির পক্ষে নরেন চন্দ্র জানিয়েছেন, প্রতিযোগিতায় বালক ও বালিকাদের বিভাগে মোট আটটি করে জেলা যোগ দিচ্ছে। বালকদের বিভাগে উত্তর ২৪-পরগণা, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, দক্ষিণ কলকাতা, হাওড়া, মালদহ, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়া মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বালিকাদের বিভাগে উত্তর ২৪ পরগণা, বর্ধমান, কোচবিহার, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি ও পুরুলিয়া খেলার যোগ্যতা অর্জন করেছে।

Advertisement

কৃতী সংবর্ধনা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১৮৫ জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা জানানো হয়। বর্ধমান, হুগলি, বাঁকুড়ার পড়ুয়াদের এ দিন সংবর্ধনা জানানো হয়। বর্ধমান টাউন হলে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, ব্যাঙ্কের পূর্বাঞ্চল আঞ্চলিক কেন্দ্রের জেনারেল ম্যানেজার ধনেশ্বর সাহু প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন