Sunil Gavaskar

করোনা টিকা নিলেন সুনীল গাওস্কর

মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে টিকা নিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২১ ১৫:৫৬
Share:

করোনা টিকা নিলেন সানি। ছবি - টুইটার

এ বার করোনা টিকা নিলেন সুনীল গাওস্কর। চলতি মাসের ১ মার্চ থেকেই গোটা দেশজুড়ে কোভিড টিকা নেওয়ার পালা চলছে। একাধিক তারকা ক্রিকেটাররা এই টিকা নিচ্ছেন। এ বার সেই তালিকায় নাম লেখালেন ৭১ বছরের সানি। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে টিকা নিলেন তিনি।

Advertisement

কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে দেশে ৪৫ ও ৬০ বছরের বেশি বয়সী মানুষদের করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক। তাই সেই নিয়ম মেনে টিকা নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অবশ্য শুধু গাওস্কর নন, কয়েক দিন আগে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের একাধিক তারকারা এই টিকা নিয়েছিলেন। কপিল দেব, রবি শাস্ত্রী, সন্দীপ পাটিল, মদন লাল ও বলবিন্দর সিংহ সাঁধু কয়েক দিন আগে এই টিকা নিয়েছিলেন। এ বার তাঁদের পর করোনা টিকা নিলেন সুনীল গাওস্কর।

গত ৬ মার্চ আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেকের ৫০ বছর পূর্ণ করেছেন গাওস্কর। বিসিসিআই সেই জন্য তাঁকে সম্মান জানায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement