Sushil Kumar

বাঁশ দিয়ে সাগরকে পিটিয়েছিলেন সুশীল, অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীরের সেই ছবি প্রকাশ্যে

সাগর রানা হত্যাকাণ্ডের দিন সুশীল কুমারের ঘটনাস্থলে হাজির থাকার প্রত্যক্ষ প্রমাণ মিলল বৃহস্পতিবার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০২১ ২২:৩২
Share:

বাঁশ হাতে সুশীল। ছবি: টুইটার থেকে

সাগর রানা হত্যাকাণ্ডের দিন সুশীল কুমারের ঘটনাস্থলে হাজির থাকার প্রত্যক্ষ প্রমাণ মিলল বৃহস্পতিবার। প্রকাশিত হল ঘটনার দিন সুশীলের উপস্থিত থাকার ছবি, টুইটারে যা সামনে আসতেই চারদিকে ছড়িয়ে পড়েছে।

Advertisement

ছবিতে দু’বারের অলিম্পিক্স পদকজয়ী সুশীলকে দেখা যাচ্ছে মোটা বাঁশ হাতে। মাটিতে পড়ে রয়েছেন সাগর। সুশীলের পাশে সবুজ গেঞ্জি পরা আর একজনকে দেখা যাচ্ছে বাঁশ হাতে সাগরকে মারতে। মনে করা হচ্ছে, স্থানীয় কোনও সিসিটিভ ফুটেজ থেকেই পাওয়া গিয়েছে ছবিটি।

শুধু তাই নয়, দুষ্কৃতি কালা জাথেড়ির সঙ্গেও সুশীলের যোগ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। ফেসবুকের একটি পোস্টে সুশীলের সঙ্গে কালার ভাই প্রদীপের ছবি দেখা গিয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, সুশীলের পাশেই যে ছিল সেই নাকি প্রদীপ। আপাতত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে দেওয়ার জন্য ইতিমধ্যেই ৭ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে দিল্লি পুলিশ। কোনও এক ঘটনায় ফেঁসে যাওয়ায় সোনপতে গিয়ে প্রদীপকে একসময় উদ্ধার করেছিলেন সুশীল নিজে।

Advertisement

প্রদীপের সঙ্গে সুশীল। ছবি টুইটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement