Novak Djokovic

বহিষ্কৃত নোভাক ভেঙে পড়েছেন

রবিবার স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচ চলাকালীন বিশ্বের এক নম্বরকে বহিষ্কার করা হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ০৬:৪৫
Share:

বিতর্কে: আহত মহিলা লাইন জাজ। (ডান দিকে) কোর্ট ছাড়ছেন জোকার। রয়টার্স

মহিলা লাইন জাজকে বল দিয়ে আঘাত করে যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কৃত হওয়ার পরে ক্ষমা চাইলেন নোভাক জোকোভিচ। তিনি বলেছেন, ওই মহিলা লাইন জাজকে ‘‘এ রকম একটা পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত।’’

Advertisement

রবিবার স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচ চলাকালীন বিশ্বের এক নম্বরকে বহিষ্কার করা হয়। ৩৩ বছর বয়সি জোকোভিচের সার্ভিস প্রতিপক্ষ ভেঙে দেওয়ার পরে হতাশায় নিজের পকেট থেকে বল বার করে র‌্যাকেট দিয়ে পিছনের দিকে মারেন জোকোভিচ। যা গিয়ে আঘাত করে ওই মহিলা লাইন জাজের গলায়। ‘‘গোটা পরিস্থিতির জন্য আমার খুব খারাপ লাগছে। সেই লাইন জাজ কেমন আছেন এখন, জানার চেষ্টা করেছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ, প্রতিযোগিতার আয়োজকেরা আমায় জানিয়েছেন, তিনি এখন সুস্থ বোধ করছেন। অনিচ্ছাকৃত ভাবে পুরো ঘটনাটা ঘটেছে। যা হয়েছে ঠিক হয়নি। আমি ওঁর নাম প্রকাশ করছি না। তাঁর গোপনীয়তাকে সম্মান দেওয়ার জন্য,’’ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন জোকোভিচ।

এই ঘটনার পরে জোকোভিচের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ম্যাচ রেফারি এবং টুর্নামেন্ট সুপারভাইজার। জোকোভিচ অনেক বোঝানোর চেষ্টা করেন, যা হয়েছে তা অনিচ্ছাকৃত। কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তাঁকে ‘ডিফল্টেড’ করা হয়। ফলে এই যুক্তরাষ্ট্র ওপেনে জোকোভিচ যা র‌্যাঙ্কিং পয়েন্ট এবং পুরস্কার মূল্য পেয়েছেন সব হারাবেন। এই ঘটনার জন্য তাঁকে আলাদা করে জরিমানাও করা হতে পারে। ‘‘এ ভাবে বহিষ্কৃত হওয়ার পরে আমায় নিজের হতাশা নিয়ন্ত্রণ করার ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। এই ঘটনাকে একটা শিক্ষা হিসেবে নিতে হবে। যুক্তরাষ্ট্র ওপেন কর্তৃপক্ষ এবং তার সঙ্গে যুক্ত সবার কাছে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। আমার টিম, পরিবার এবং আমার ভক্তরা এই সময়ে আমার পাশে যে ভাবে দাঁড়িয়েছে তার জন্য ধন্যবাদ,’’ সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে বলেছেন জোকোভিচ। সার্বিয়ান তারকা ছিটকে গিয়ে গ্র্যান্ড স্ল্যাম জয়ের পরিসংখ্যানে রজার ফেডেরার (২০) এবং রাফায়েল নাদালের (১৯) আরও কাছাকাছি যাওয়ার সুবর্ণ সুযোগও হারালেন। কারণ, দু’জনের কেউই এ বার খেলছেন না। জোকোভিচ জিতেছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম।

Advertisement

এই ঘটনার পরে টেনিস বিশ্ব দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। কেউ বলছেন যা হয়েছে সেটাই ঠিক। কেউ বলছে়ন, এতটা কড়া হওয়া ঠিক হয়নি। প্রাক্তন মার্কিন তারকা জন ম্যাকেনরো মনে করেন এই ঘটনার প্রভাব জোকোভিচের বাকি খেলোয়াড়জীবনেও পড়বে। তাঁকে এর পরে ‘ব্যাড বয়’ হিসেবেই খেলে যেতে হবে। মার্টিনা নাভ্রাতিলোভা টুইট করেছেন, ‘‘বিশ্বাসই করা যায় না এমন একটা কিছু হয়েছে। জোকোভিচকে বহিষ্কার করা ছাড়া আর কিছু করার ছিল না। ভাল লাগছে শুনে যে, ওই মহিলা এখন ঠিক আছেন।’’ বিলি জিন কিংয়ের প্রতিক্রিয়া, ‘‘নিয়ম মানতেই হবে। যা হয়েছে দুর্ভাগ্যজনক। তবে ঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’’ প্রাক্তন ভারতীয় তারকা সোমদেব দেববর্মন লিখেছেন, ‘‘নোভাকের উপরে এতটা কড়া হওয়া ঠিক হচ্ছে না। এটা একটা দুর্ঘটনা, ইচ্ছাকৃত নয়। সবাই ভুল করে।’’ রোহন বোপান্না আবার বলেছেন, ‘‘আর্থার অ্যাশ বা লুইস আর্মস্ট্রং স্টেডিয়াম ছাড়া অন্য কোনও কোর্টে এ রকম ঘটলে হয়তো কিছুই হত না। অন্য সব কোর্টেই ইলেকট্রনিক কলিংয়ের ব্যবস্থা আছে। ফলে কোনও লাইন্সম্যানই নেই।’’ পাশাপাশি টেনিস বিশ্বে বিতর্কে জড়ানোর জন্য বিখ্যাত নিক কিরিয়সের প্রশ্ন, ‘‘নোভাকের জায়গায় যদি আমি অনিচ্ছাকৃত ভাবে কোনও বল বয় বা গার্লের গলায় আঘাত করে বসতাম, আমাকে কত বছরের নির্বাসনের শাস্তি দেওয়া হত?’’

জোকোভিচের ঘটনা দেখে আবার কয়েক জন খেলোয়াড় সতর্কও হচ্ছেন। দু’বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নেয়োমি ওসাকা বলেছেন, ‘‘অবশ্যই এই ঘটনাটা দেখে আমি আরও সতর্ক হব। সতর্ক হবে অন্য খেলোয়াড়েরাও।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন