বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আর্মান্ড ডুপ্লান্টিস। ছবি: এক্স।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রত্যাশা মতোই পুরুষদের পোলভল্টে সোনা জিতলেন আর্মান্ড ডুপ্লান্টিস। টোকিয়োয় ৬.৩০ মিটার উচ্চতা অতিক্রম করলেন সুইডেনের অ্যাথলিট। শুধু তাই নয়। এই নিয়ে ১৪ বার নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙলেন।
গত অগস্টে ৬.২৯ মিটার লাফিয়ে নিজের ১৩তম বিশ্বরেকর্ড গড়েছিলেন ডুপ্লান্টিস। ৩৩ দিনের মাথায় সেই রেকর্ড ভেঙে দিলেন নিজেই। সোমবার ৬.৩০ মিটার লাফিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব নিজের দখলেই রাখলেন ২৫ বছরের অ্যাথলিট। এই নিয়ে টানা তিন বার বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি। গত প্যারিস অলিম্পিক্সে ৬.২৫ মিটার লাফিয়ে সোনা জিতেছিলেন ডুপ্লান্টিস। তার পর থেকে পাঁচ বার বিশ্বরেকর্ড গড়ে ফেললেন।
২০২০ সালে পোল্যান্ডে প্রথম বার বিশ্বরেকর্ড গড়েছিলেন ডুপ্লান্টিস। সে বার তিনি ৬.১৭ মিটার লাফিয়েছিলেন। তার পর থেকে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। ধারাবাহিক ভাবে ভেঙে চলেছেন নিজের গড়া বিশ্বরেকর্ডই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও অন্যথা হল না।