Mahendra Singh Dhoni

T20 World Cup 2021: কেন ধোনিকে মেন্টর করা হয়েছে, কারণ ব্যাখ্যা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

ভারতীয় দলের ক্রিকেটাররা খুব ভাল ছন্দে নেই। আইপিএল-এ তাঁরা নাকি ভাল খেলতে পারেননি। মনে করেন তনবীর আহমেদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১৭:৩৫
Share:

মহেন্দ্র সিংহ ধোনি ফাইল চিত্র

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। এই ম্যাচের আগে বিরাট কোহলীদের উপর চাপ বাড়াতে শুরু করে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। সেই দলে এবার যোগ দিলেন তনবীর আহমেদ। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে চাপে রয়েছে ভারত এবং সেই কারণেই মহেন্দ্র সিংহ ধোনিকে মেন্টর হিসেবে নেওয়া হয়েছে, এমনটাই মনে করেন তিনি।

Advertisement

তনবীর বলেন, ‘‘ভারতীয় দল কাগজে-কলমে যথেষ্ট শক্তিশালী হলেও চাপে রয়েছে বিরাটরা। সেই কারণেই মহেন্দ্র সিংহ ধোনিকে মেন্টর হিসেবে নিয়ে আসা হয়েছে। চাপে রয়েছে বলেই বিরাটকে অধিনায়কত্ব থেকে সরে যেতে হচ্ছে।’’

ভারতীয় দলের ক্রিকেটাররা খুব ভাল ছন্দে নেই। আইপিএল-এ তাঁরা নাকি ভাল খেলতে পারেননি। মনে করেন তনবীর। তিনি বলেন, ‘‘স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা ভাল খেলতে পারেনি। আইপিএল-এও সেরা দশ ক্রিকেটারের মধ্যে ভারতীয়রা নেই। এর থেকেই বোঝা যাচ্ছে, চাপে রয়েছে ভারত।’’

Advertisement

পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারের মতো তনবীরও মনে করেন দীর্ঘদিন দুবাইয়ে খেলার সুবিধা পাবে পাকিস্তান। তিনি বলেন, ‘‘পাকিস্তান অনেক দিন ধরে দুবাইয়ে খেলছে। ফলে ওখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ধারনা রয়েছে পাক ক্রিকেটারদের। ভারতীয় দল বেশ ভাল। তবে টি২০ ক্রিকেটে যখন তখন যা কিছু হতে পারে। আগে থেকে বলা যায় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন