Team India

টিম ইন্ডিয়ার কে সবচেয়ে দূরে ছয় মারতে পারে? দেখুন ভিডিয়ো

কে কত দূরে ছয় মারতে পারেন, সেই প্রতিযোগিতায় অংশ নিলেন ব্যাটসম্যানরা। শুধু ব্যাটসম্যানরা নয়, যজুবেন্দ্র চহালকেও দেখা গেল সপাটে ব্যাট চালাতে। আর সেই ভিডিয়োই পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ১৭:০০
Share:

রাঁচীতে নেটে আক্রমণাত্মক মেজাজে ধোনি। ছবি বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

হায়দরাবাদ ও নাগপুরে জিতে একদিনের সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ভারত। শুক্রবার রাঁচীতে জিতলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ পকেটে পুরবে বিরাট কোহালির দল।

Advertisement

তার আগে বৃহস্পতিবার অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গেল ক্রিকেটারদের। কে কত দূরে ছয় মারতে পারেন, সেই প্রতিযোগিতায় অংশ নিলেন ব্যাটসম্যানরা। শুধু ব্যাটসম্যানরা নয়, যজুবেন্দ্র চহালকেও দেখা গেল সপাটে ব্যাট চালাতে। আর সেই ভিডিয়োই পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। যাতে পরিষ্কার, ভারতীয় শিবির রীতিমতো আত্মবিশ্বাসী।

ভারতীয় দলের অনুশীলনে যোগ দিলেন পেসার ভুবনেশ্বর কুমার। তবে তাঁর খেলার সম্ভাবনা কম। জশপ্রীত বুমরা ও মহম্মদ শামিই সম্ভবত নতুন বলে আক্রমণ শুরু করবেন। একমাত্র বিজয় শঙ্করকে বসিয়ে দিলে সেই জায়গায় খেলতে পারেন ভুবি। কিন্তু বিজয় শঙ্কর নাগপুরে ব্যাটে-বলে যে পারফরম্যান্স করেছেন, তাতে সেই সম্ভাবনা কার্যত নেই।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: ধোনির ফার্মহাউসে নৈশভোজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট​

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার বিশ্বকাপের জার্সি কেন পছন্দ ধোনি-বিরাটের, দেখুন ভিডিয়ো

লোকেশ রাহুলকে অবশ্য দেখে নেওয়া হতে পারে। দীর্ঘদিন তিনি ৫০ ওভারের ক্রিকেটে জাতীয় দলের বাইরে। সদ্য দুই টি-টোয়েন্টিতেই রান করেছেন তিনি। রোহিত শর্মা বা শিখর ধওয়ন, কোনও একজন ওপেনারকে বসিয়ে খেলানো হতে পারে তাঁকে। রোহিত বা শিখর, কেউই অবশ্য রানে নেই। চার নম্বরে নামা অম্বাতি রায়ুডুও দলকে ভরসা জোগাতে ব্যর্থ। তাঁর পরিবর্তে খেলানো হতে পারে ঋষভ পন্থকে। আবার লেগস্পিনার যুজবেন্দ্র চহালকেও সুযোগ দিতে পারে ভারত।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন