Cricket News

সেঞ্চুরির থেকে শূন্য বেশি যে সব তারকা ব্যাটসম্যানের

অনেক তারকা ব্যাটসম্যান বা অল রাউন্ডার আছেন যাঁদের শূন্যের সংখ্যা শুনলে চমকে ওঠেন অনেকেই। এই গ্যালারি তাঁদের নিয়েই, যাঁদের শূন্য রানের সংখ্যা শতরানের থেকে বেশি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৫৪
Share:
০১ ১০

সনৎ জয়সূর্য: একটা সময় বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। একার হাতে শ্রীলঙ্কাকে জিতিয়েছেন বহু ম্যাচ। সেই জয়সূর্যকেই শূন্য রানে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে ৩৪ বার। জয়সূর্যের ঝুলিতে আছে ২৮টি শতরান।

০২ ১০

মাহেলা জয়বর্ধনে: শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের শতরানের সংখ্যা ১৯। কিন্তু ২৮ বার শূন্য রান করে ফিরেছেন প্যাভিলিয়নে।

Advertisement
০৩ ১০

ক্রিস গেইল: নামটাই যথেষ্ট প্রতিপক্ষ দলকে ম্যাচের আগেই চাপে ফেলে দেওয়ার জন্য। কিন্তু এই বিধ্বংসী ব্যাটসম্যান শূন্য রানে ডাগ আউটে ফিরেছেন ২৩ বার, ক্রিসের শতরানের সংখ্যা ২২।

০৪ ১০

হার্সেল গিবস: তারকা এই প্রোটিয়া ব্যাটসম্যান গোটা ওডিআই কেরিয়ারে করেছেন ২১ টি শতরান, কিন্তু ২২ বার আউট হয়েছেন কোনও রান না করেই।

০৫ ১০

ইনজামাম উল হক: প্রাক্তন পাক অধিনায়কের শতরানের সংখ্যা ১০টি। কিন্তু সেঞ্চুরি সংখ্যার ঠিক দ্বিগুন বার শূন্য রানে আউট হয়েছেন ইনজি।

০৬ ১০

নাথান অ্যাস্টল: কিউই এই ব্যাটসম্যান শতরান করেছেন ১৬ টি, কিন্তু শূন্য রানে আউট হয়েছেন ১৯ বার।

০৭ ১০

অ্যডাম গিলক্রিস্ট: বিশ্ব ক্রিকেটের অন্যতম নাম গিলক্রিস্ট। গিলক্রিস্টের চওড়া ব্যাট রাতের ঘুম কেড়েছিল তাবড় তাবড় বোলারের। সেই গিলক্রিস্ট-ই শূন্য রানে আউট হয়েছেন ১৯ বার। তাঁর শতরানের সংখ্যা ১৬।

০৮ ১০

যুবরাজ সিংহ: এক দিনের ক্রিকেটে মোট ১৪টি শতরান আছে যুবির, কিন্তু যুবি ১৮ বার আউট হয়েছেন শূন্য রানে।

০৯ ১০

অরবিন্দ ডি’সিলভা: ওডিআই ক্রিকেটে অরবিন্দর ঝুলিতে আছে ১১টি শতরান, কিন্তু শূন্য রানে আউট হয়েছেন ১৭ রান।

১০ ১০

রাহুল দ্রাবিড়: এক দিনের ক্রিকেটে রাহুলের শতরানের সংখ্যা ১২, কিন্তু ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন ‘দ্য ওয়াল’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement