South Africa

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে থাকা ১০ ক্রিকেটার খেলেছেন করোনা আক্রান্তের সঙ্গে

২৬ ডিসেম্বর থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার।

Advertisement

সংবাদ সংস্থা

জোহানেসবার্গ শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১৪:৩৯
Share:

কুইন্টন ডি কক ও ফাফ দু’প্লেসি ওই ১০ জনের তালিকায় নেই। —ফাইল চিত্র।

করোনার দাপটে ঘরোয়া ক্রিকেট বন্ধ দক্ষিণ আফ্রিকায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দলে থাকা ১৬ জনের মধ্যে ১০ জনই করোনা আক্রান্তের সঙ্গে খেলেছেন এই সপ্তাহে হওয়া প্রথম শ্রেণির ক্রিকেটে। যার ফলে আশঙ্কা বাড়ছে। এবং দ্রুত বন্ধ করা হয়েছে ঘরোয়া ক্রিকেটে।

Advertisement

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় দফায় ছড়িয়ে পড়ছে করোনা। ফলে, পরের মাস পর্যন্ত ঘরোয়া ক্রিকেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। রবিবার থেকে ৩টি চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। যা এখন বন্ধই থাকছে।

জানা গিয়েছে, সোমবার ঘরোয়া ক্রিকেটে ডলফিন্স বনাম টাইটান্সের ম্যাচ প্রথম দিনের পর বাতিল হয়ে গিয়েছিল ডলফিন্সের এক ক্রিকেটার কোভিড পজিটিভ থাকায়। সেই ম্যাচে অংশ নিয়েছিলেন টেস্ট স্কোয়াডে থাকা ৫ ক্রিকেটার। স্কোয়াডে থাকা অন্য ৫ ক্রিকেটার আবার অংশ নিয়েছিলেন ঈগলস বনাম লায়ন্সের ম্যাচে। যা বুধবার শেষ হয়েছিল। যদিও তার আগেই লায়ন্সের এক ক্রিকেটারের করোনা ধরা পড়েছিল।

Advertisement

আরও পড়ুন: সিডনিতে ফের ব্যাপক করোনা সংক্রমণ, প্রশ্নে তৃতীয় টেস্ট​

আরও পড়ুন: পূজারার মন্থর ব্যাটিং নিয়ে কোনও অনুশোচনা নেই

টেস্ট স্কোয়াডে থাকে যে ক্রিকেটাররা কোভিড আক্রান্ত ক্রিকেটারের সঙ্গে খেলেননি বা যাঁদের ম্যাচই ছিল না, তাঁরা হলেন অধিনায়ক কুইন্টন ডি কক, প্রাক্তন অধিনায়ক ফাফ দু প্লেসি, দুই ব্যাটসম্যান তেম্বা বাভুমা ও কাইল ভেরিন্নে, দুই জোরে বোলার অ্যানরিখ নর্তিয়ে ও গ্লেন্টন স্টারম্যান।

২৬ ডিসেম্বর থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার। যা এখনও নির্ধারিত দিনেই শুরু হবে বলে মনে করা হচ্ছে। তবে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটারের পরীক্ষা হবে। শনিবার ক্রিকেটারদের জমায়েত হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন