বল বিকৃতির চাঞ্চল্যকর অভিযোগের তির আপাতত বিরাট কোহালির দিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে প্রথম টেস্টে তিনি নাকি এমনটাই করছেন। বিরাটের ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি ব্রিটিশ মিডিয়ায়। এই খবরে প্রকাশ্যে আসামাত্রই পাকিস্তানি ক্রিকেটারদের একাংশ তাঁর শাস্তির দাবিতে মুখর। যদিও এই অভিযোগ হতবাক ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষমেশ বিরাট পর্বে কী হয় তা জানাবে সময়। তবে শুধুমাত্র বিরাট কোহালিই নয়। এর আগেও বিভিন্ন সময়ে বল বিকৃতির অভিযোগ উঠেছে বহু ক্রিকেটারের বিরুদ্ধে। কেমন সেই অভিযোগ। আদৌ কি প্রমাণিত হয়েছিল তা? হলেই বা কী শাস্তি হয়েছিল? এ সবই জেনে নিন গ্যালারি থেকে।
আরও পড়ুন
বল বিকৃত করেছেন কোহালি, চাঞ্চল্যকর অভিযোগ ব্রিটিশ মিডিয়ার