ICC Umpires

আইসিসি ঘোষণা করল আম্পায়ারদের এলিট প্যানেল, আয় শুনলে আঁতকে উঠবেন

বেশ কিছু অভিযোগ নিয়ে উত্তর দিয়েছে আইসিসিও। সেই আবহেই আম্পায়ারদের নতুন এলিট প্যানেলের ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Advertisement
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ১১:৩০
Share:
০১ ১১

একজন আইসিসি এলিট প্যানেলে থাকা আম্পায়ার বছরে অন্তত দশটি টেস্ট এবং ১০ থেকে ১৫টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করে বার্ষিক আয় হিসাবে পান প্রায় ৩৫-৪৫হাজার মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ২৪ লক্ষ টাকারও বেশি।

০২ ১১

টেস্ট ম্যাচের ক্ষেত্রে এলিট প্যানেলে থাকা আম্পায়ার ম্যাচ পিছু পান প্রায় তিন হাজার মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় দুই লক্ষ টাকা।

Advertisement
০৩ ১১

এক একটি ওয়ান ডে ম্যাচে আম্পায়াররা পকেটে পোরেন ২২ হাজার মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রা প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকা। এছাড়াও প্রতি টিটোয়েন্টি ম্যাচে আম্পায়ারদের আয় এক হাজার মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা।

০৪ ১১

বিশ্বের সবথেকে দামি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে প্রতি ম্যাচ থেকে একজন আইসিসি এলিট প্যানেলে থাকা আম্পায়ার পেয়ে থাকেন ২৫০০ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ ৭০ হাজার টাকা। এখানেই শেষ নয়, ম্যাচ ফি ছাড়াও বেশ মোটা অঙ্কের টাকা পান তাঁরা।

০৫ ১১

শুধু কি তাই! এই বিপুল অর্থের সঙ্গে থাকে আইসিসির তরফে বিমানে বিজনেস ক্লাসে সারা বিশ্বে বিনামূল্যে ভ্রমণের সুযোগ। থাকেন সেরা সবহোটেলে। আর এই সমস্ত খরচই বহন করে আইসিসি।

০৬ ১১

শুধু টেস্ট বা ওয়ানডে নয়, বিশ্বজুড়ে যে হারে নানা টি২০ লিগ বেড়ে চলেছে, সে দিক দিয়ে আম্পায়ারদেরও ম্যাচ ফি-ও বাড়ছে তরতর করে।

০৭ ১১

একজন ক্রিকেটারের থেকে যদিও আম্পায়ারদের ম্যাচ ফি এখনও অনেকটাই কম। একজন ক্রিকেটার যেখানে ওয়ানডে ম্যাচ ফি বাবদ পান ছয় লক্ষ টাকা, অন্যদিকে একজন আম্পায়ার পেয়ে থাকেন দেড় লক্ষ টাকার কাছাকাছি। বিশ্বকাপ-সহ নানা আইসিসি পরিচালিত টুর্নামেন্টে বাড়তি টাকা পেয়ে থাকেন আম্পায়াররা।

০৮ ১১

আইসিসি এলিট প্যানেল লিস্টে রয়েছেন দেশ বিদেশের ১২জন আম্পায়ার। বিশ্বকাপে বিতর্কিত আম্পায়ারিং করে দুর্নাম কুড়িয়েছেন কুমার ধর্মসেনা এবং আলিম দার। দু'জনেই কিন্তু আইসিসি এলিট প্যানেলেরয়েছেন।

০৯ ১১

তবে এই তালিকায় নেই কোনও ভারতীয় আম্পায়ার। ম্যাচ রেফারির তালিকায় জাভাগাল শ্রীনাথের নাম টিমটিম করলেও আম্পায়ারের তালিকায় নেই কোনও ভারতীয়।

১০ ১১

বিশ্বজুড়ে টি২০ ম্যাচের কদর বাড়ছে আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে এই ক্রিকেট ফরম্যাটেরবৈভব। সেই চোখ ধাঁধানো অর্থের প্রাচুর্য থেকে ক্রিকেটার হোক বা আম্পায়ার বাদ যাচ্ছেন না কেউই। আইসিসি স্বীকৃত বিশ্বের প্রতিটি টুর্নামেন্টে মোটা অঙ্কের টাকা পান আম্পায়াররা।

১১ ১১

আম্পায়ার হওয়ার আবেদন করতে পারেন আপনিও। এক্ষেত্রে আইসিসির কিছু পরীক্ষায় পাশ করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement