অলিম্পিক্সে আরও তিন

ছত্রিশ বছর পর অলিম্পিক্সের দু’শো মিটারে আবার কোনও ভারতীয়। এ দিন জাতীয় গ্রাঁ প্রি-র আসরে হরিয়ানার ধরমবীর সিংহ জাতীয় রেকর্ড গড়ে রিওয় দু’শো মিটারে নামার যোগ্যতা পেলেন। যোগ্যতামান ছিল ২০.৫০ সেকেন্ড। ধরমবীর সময় করলেন ২০.৪৫ সেকেন্ড।

Advertisement
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ০৩:২৯
Share:

ছত্রিশ বছর পর অলিম্পিক্সের দু’শো মিটারে আবার কোনও ভারতীয়। এ দিন জাতীয় গ্রাঁ প্রি-র আসরে হরিয়ানার ধরমবীর সিংহ জাতীয় রেকর্ড গড়ে রিওয় দু’শো মিটারে নামার যোগ্যতা পেলেন। যোগ্যতামান ছিল ২০.৫০ সেকেন্ড। ধরমবীর সময় করলেন ২০.৪৫ সেকেন্ড। ১৯৮০ মস্কো গেমসে পেরুমল সুব্রহ্মণ্যম শেষ ভারতের হয়ে দু’শো মিটারে দৌড়েছিলেন। এ দিন আরও একটা জাতীয় রেকর্ড হল ট্রিপল জাম্পে। ১৭.৩০ মিটার লাফিয়ে রিওর টিকিট জিতলেন রঞ্জিত মাহেশ্বরী। আটশো মিটারে ভারতের দ্বিতীয় সেরা সময় করে রিও যাওয়া নিশ্চিত করলেন জিনসন জনসনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement