Sports News

পকেটে কেন জলের বোতল নিয়ে ব্যাট করলেন পূজারা?

লোকেশ রাহুল কোনও রান না করে ফিরে যাওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। রাজকোট এই মুহূর্তে প্রচন্ড গরম। সঙ্গে চূড়ান্ত আদ্রতাও রয়েছে। যা থেকে মুক্তি পেতে পকেটে জলের বোতল নিয়েই ব্যাট করলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৮ ১৯:০১
Share:

চেতেশ্বর পূজারা। ছবি: এএফপি।

অভিনব ঘটনা ঘটালেন চেতেশ্বর পূজারা। পৃথ্বী শ-র সঙ্গে নেমে ভারতীয় ইনিংসকে ভরসা দিলেন। জুটিতে করলেন ২০৬ রান। অল্পের জন্য পেলেন না ১৬তম টেস্ট সেঞ্চুরি। ৮৬ রান ফিরতে হল প্যাভেলিয়নে। তার মাঝেই তাঁর পকেট থেকে কয়েকবার বেরিয়ে পড়ল জলের বোতল।

Advertisement

লোকেশ রাহুল কোনও রান না করে ফিরে যাওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। রাজকোট এই মুহূর্তে প্রচন্ড গরম। সঙ্গে চূড়ান্ত আদ্রতাও রয়েছে। যা থেকে মুক্তি পেতে পকেটে জলের বোতল নিয়েই ব্যাট করলেন তিনি।

যে ভিডিয়ো ভাইরাল হয়ে গেল সঙ্গে সঙ্গেই। যেখানে দেখা যাচ্ছে খেলার মাঝে বোতল থেকে জল খেয়ে সেটা আবার পকেঠে ঢুকিয়ে রাখছেন তিনি। এমন ঘটনা আগে কখনও কোনও ক্রিকেটার ঘটিয়েছেন কিনা তা মনে করা গেল না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন এমনই ঘটনা ঘটালেন পূজারা।

Advertisement

আরও পড়ুন প্রথম দিনের শেষে পৃথ্বীর পর সেঞ্চুরির পথে বিরাট কোহালি

আরও পড়ুন প্রথম দিনের শেষে পৃথ্বীর পর সেঞ্চুরির পথে বিরাট কোহালি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement