গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বার্মিংহামে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা
অধিনায়ক শুভমন গিলের দ্বিশতরান ভারতকে ৫৮৭ রানে পৌঁছে দিয়েছে। পাঁচ টেস্টের সিরিজ়ের প্রথম ম্যাচ হেরে সিরিজ়ে সমতা ফেরাতে লড়ছে ভারত। দ্বিতীয় টেস্টে আজ চতুর্থ দিনের খেলা। বার্মিংহামে খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস ১ ও ৫ চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
ঘূর্ণাবর্তে সক্রিয় মৌসুমি বায়ু, রাজ্যে তুমুল বর্ষণের পূর্বাভাস
জোড়া অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কিছু এলাকায় হতে পারে অতি ভারী বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে কলকাতাতেও। রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষার বাতাস। তার জেরে এখন বেশ কয়েক দিন টানা বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।
কসবার কলেজে ধর্ষণকাণ্ডের তদন্ত কোন পথে এগোচ্ছে
কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে শুক্রবার ভোরে ঘটনার পুনর্নির্মাণ হয়। মূল অভিযুক্ত ‘এম’কে নিয়ে কলেজে গিয়েছিল পুলিশ। ছিলেন ‘পি’, ‘জে’ এবং ধৃত নিরাপত্তারক্ষীও। চার জনকে নিয়েই সে দিনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। সময় লেগেছে প্রায় পাঁচ ঘণ্টা। পুনর্নির্মাণ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। অন্য দিকে, এই ঘটনায় ধৃত রক্ষীর পুলিশি হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত। আজ তদন্ত কোন দিকে এগোয় সেই খবরে নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আবার মাঠে বৈভব, ভারত বনাম ইংল্যান্ড ছোটদের চতুর্থ এক দিনের ম্যাচ
আজ ভারত ও ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের চতুর্থ এক দিনের ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজ়ে ভারত ২-১ ফলে এগিয়ে রয়েছে। আজ জিতলেই সিরিজ় জিতে যাবে ভারত। ভাল ফর্মে রয়েছে ১৪ বছরের বৈভব সূর্যবংশী। আগের ম্যাচেই ৩১ বলে ৮৬ রান করেছিল। ৯টা ছক্কা, ৬টা চার ছিল তার ইনিংসে। আজ কি দলকে জেতাতে পারবে? খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে।
উইম্বলডনে তৃতীয় রাউন্ডের ম্যাচে দুই শীর্ষ বাছাই সিনার, শিয়নটেক
উইম্বলডনে আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে নামছেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। তাঁর সামনে স্পেনের অবাছাই পেড্রো মার্টিনেজ়। মহিলাদের সিঙ্গলসেও নামছেন শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। তিনি খেলবেন ড্যানিয়েল কলিন্সের সঙ্গে। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ক্লাব বিশ্বকাপের শেষ চারে কারা? রয়েছে তিন কোয়ার্টার ফাইনাল
আজ ঠিক হয়ে যাবে ক্লাব বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনাল আজ। ভোর ৬:৩০ থেকে রয়েছে চেলসি বনাম পামেইরাস ম্যাচ। রাত ৯:৩০ থেকে লড়াই পিএসজি ও বায়ার্ন মিউনিখের। সব শেষে রাত ১:৩০ থেকে রয়েছে রিয়াল মাদ্রিদ-ডর্টমুন্ড ম্যাচ। সব খেলা দেখা যাবে ডিএজে়ডএন অ্যাপে।