News Of The Day

এক মাস পর ভারতের জার্সিতে রোহিত-কোহলি। ফলতায় অভিষেক। আপাতত জাঁকিয়ে ঠান্ডা। আর কী কী

মাঠে নামবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, ডায়মন্ড হারবারে স্বাস্থ্যপরিষেবা শিবির, ইডির তল্লাশি অভিযান নিয়ে তদন্ত কলকাতা পুলিশের, মেয়েদের আইপিএল, রাজ্যের তাপমাত্রা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০৭:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ আবার মাঠে নামবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু হচ্ছে আজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত মাসে এক দিনের সিরিজ়ে খেলার পর এই প্রথম দেশের জার্সিতে নামবেন রো-কো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি সিরিজ়-সেরা হয়েছিলেন। দু’টি শতরান, একটি অর্ধশতরান করেছিলেন। শতরান করতে না-পারলেও রোহিতও ভাল খেলেছিলেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও কি রান পাবেন দু’জনে? খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গত ডিসেম্বর মাস থেকে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে স্বাস্থ্যপরিষেবা শিবির ‘সেবাশ্রয় ২’ শুরু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনি ফলতা বিধানসভার মডেল ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।

Advertisement

তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের দফতরেও তল্লাশি চালিয়েছে ইডি। ওই ঘটনায় কলকাতায় শেক্সপিয়র সরণি এবং সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় পৃথক ভাবে অভিযোগ দায়ের করেছিলেন। অন্য দিকে, ইডির তরফেও দিল্লিতে প্রবর্তন ভবনের অফিসে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। আইপ্যাকের দফতরে ইডির হানার পরবর্তী ঘটনা পরম্পরার দিকে নজর থাকবে আজ।

মেয়েদের আইপিএলে আজ একটিই ম্যাচ। শনিবারের পর আজ রবিবার ফের নামছে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত জায়ান্টস। জেমাইমা রদ্রিগেজ়ের দিল্লির সঙ্গে অ্যাশলি গার্ডনারের গুজরাতের ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ভেনেজ়ুয়েলা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের ভান্ডার। সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে গিয়েছে মার্কিন বাহিনী। নিউ ইয়র্কে তাঁকে বিচারের আওতায় আনা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মাদক পাচার, আমেরিকায় অনুপ্রবেশকারীদের ঢোকানোর মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। মাদুরোর অপহরণের পর ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোড্রিগেস। ট্রাম্প জানিয়েছেন, এই অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে আপাতত পাঁচ কোটি ব্যারেল তেলের চুক্তি হয়েছে আমেরিকার। এতে মার্কিন বাজারে জ্বালানির দাম কমবে, আশা প্রকাশ করেছেন তিনি। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আগামী কয়েক দিন গোটা রাজ্যে দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের চেয়ে কম। রাজ্যে জাঁকিয়ে শীত থাকবে অন্তত আরও সাত দিন। সেই সঙ্গে কুয়াশা থাকবে গোটা রাজ্যে। ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement