গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
প্রতীক্ষার অবসান। আজ এশিয়া কাপের ফাইনাল। আবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান। এই নিয়ে পর পর তিন রবিবার হচ্ছে ভারত-পাক লড়াই। গ্রুপ পর্বের ম্যাচে সলমন আঘার পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল সূর্যকুমার যাদবের ভারত। এর পর সুপার ফোরের ম্যাচে ভারত জিতলেও সেই জয় অত সহজে আসেনি। কাগজে-কলমে অনেক এগিয়ে ভারত। তবু টি-টোয়েন্টি ম্যাচে কিছুই বলা যায় না। দু’-তিন ওভারে খেলা ঘুরে যেতে পারে। আজ ফাইনাল শুরু রাত ৮টায়। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
ষষ্ঠীর দিনেই কলকাতা-সহ আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে ছাতা কিংবা বর্ষাতি না থাকলে পড়তে হতে পারে বিপাকে! সপ্তমী থেকে বৃষ্টি কিছুটা কমবে। তবে অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমীর আগেই তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। ফলে নবমী থেকে ঝড়বৃষ্টি বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
গত কয়েক দিন ধরেই কলকাতার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে। পঞ্চমীর রাতেও কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রও মণ্ডপগুলিকে ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ, ষষ্ঠীতে সেই ভিড় আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। আজ কোন মণ্ডপে কেমন ভিড় হচ্ছে, কোথাও কী ভাবে ভিড় সামাল দেওয়া হচ্ছে, সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।
আজ ‘মন কি বাত’ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বেলা ১১টায় সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর বার্তা। সাধারণত প্রতি মাসের শেষ রবিবার, মোদীর ‘মন কি বাত’ কর্মসূচি আয়োজিত হয়। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন মোদী। দুর্গাপুজো এবং নবরাত্রির উৎসবের মাঝে রবিবার প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে আজ।
তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয়ের জনসভায় হুড়োহুড়ির ঘটনা ঘটে। শনিবার তামিলনাড়ুর করুরের ওই জনসভায় পদপিষ্টের ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়। আহত অনেকের চিকিৎসা চলছে হাসপাতালে। আজ ঘটনাস্থল পরিদর্শনে যাবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।