Today’s Sports Events

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া লড়াই, থাকছে দ্বিতীয় সেমির খবর, আর কী কী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল। রোহিত-বিরাটদের কাছে প্রতিশোধের ম্যাচ। কাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউ জ়িল্যান্ড। থাকছে এই দুই দলের সব খবর। এ ছাড়াও রয়েছে আইএসএলে মহমেডান বনাম গোয়া ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগের চারটি ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ০৬:৩৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল। রোহিত শর্মা-বিরাট কোহলিদের কাছে এটি প্রতিশোধের ম্যাচ। দু’বছর আগে এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হারতে হয়েছিল ভারতকে।

Advertisement

কাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউ জ়িল্যান্ড। থাকছে এই দুই দলের সব খবর। এ ছাড়াও রয়েছে আইএসএলে মহমেডান বনাম গোয়া ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগের চারটি ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল

Advertisement

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিদের কাছে এটি বদলার ম্যাচ। দু’বছর আগে এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। তার পর এই প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি দুই দেশ। স্টিভ স্মিথদের হারিয়ে ফাইনালে উঠতে পারবে ভারত? খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

দ্বিতীয় সেমিফাইনালে নামার আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডের প্রস্তুতির খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কাল, বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউ জ়িল্যান্ড। দুবাইয়ে ভারতের বিরুদ্ধে রবিবার খেলেছে নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচে হারার পর কিউয়িদের এ বার খেলতে হবে লাহোরে। রোহিতদের কাছে হেরেছে নিউ জ়িল্যান্ড। দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত অপরাজিত। দুই দলের প্রস্তুতির খবর।

আইএসএলে মহমেডান বনাম এফসি গোয়া খেলা

আইএসএলে আজ নিয়মরক্ষার ম্যাচ। মুখোমুখি মহমেডান ও গোয়া। সবার নীচে থাকা মহমেডানের ঘুরে দাঁড়ানোর লড়াই। অন্য দিকে গোয়া দ্বিতীয় স্থান নিশ্চিত করে সেমিফাইনালে উঠে গিয়েছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচ, রয়েছে রিয়াল বনাম অ্যাটলেটিকো লড়াই

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ চারটি ম্যাচ। তার মধ্যে রয়েছে স্প্যানিশ লিগ জয়ের দৌড়ে থাকা দুই দল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াই। খেলা শুরু রাত ১:৩০ থেকে। একই সময়ে রয়েছে পিএসভি-আর্সেনাল, ডর্টমুন্ড-এলওএসসি ম্যাচ। তার আগে রাত ১১:১৫ থেকে রয়েছে ক্লাব ব্রাগ-অ্যাস্টন ভিলার খেলা। সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে হবে চ্যাম্পিয়ন্স লিগের সম্প্রচার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement