Today’s Sports Events

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ভারত, নিউ জ়িল্যান্ডের সব খবর, আইএসএলের ম্যাচ, আর কী কী?

পরশু রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মুখোমুখি ভারত এবং নিউ জ়িল্যান্ড। দুই শিবিরের খবর। আইএসএলে কাল একই দিনে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল। থাকছে দুই দলের খবর। রয়েছে আইএসএলের ম্যাচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ০৬:২২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পরশু রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মুখোমুখি ভারত এবং নিউ জ়িল্যান্ড। ফর্মে রয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউ জ়িল্যান্ডও আত্মবিশ্বাসী। ফাইনালের আগে দুই শিবিরের খবর।

Advertisement

আইএসএলে কাল একই দিনে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। লিগ-শিল্ড জিতে নেওয়া মোহনবাগানের লিগ পর্বে এটিই শেষ ম্যাচ। ইস্টবেঙ্গল সুপার সিক্সে উঠতে না পারায় এটিই তাদের শেষ ম্যাচ। দুই শিবিরের খবর। রয়েছে আইএসএলের ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ভারতীয় দলের খবর

Advertisement

পরশু রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ফর্মে রয়েছে ভারতীয় দল। গ্রুপের তিনটি ম্যাচ জিততে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে খুব বেশি সমস্যা হয়নি রোহিত শর্মার দলের। ফাইনালের আগে কী ভাবে তৈরি হচ্ছে ভারত? বিরাট কোহলিদের সব খবর।

আইএসএলে শনিবার রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই দলেরই খেলা, থাকছে সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে কাল একই দিনে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। লিগ-শিল্ড জিতে নেওয়া মোহনবাগানের লিগ পর্বে এটিই শেষ ম্যাচ। যুবভারতীতে বিপক্ষে গোয়া। এই ম্যাচের আগে কী বলছেন দিমিত্রি পেত্রাতোস এবং বাগান কোচ হোসে মোলিনা? ইস্টবেঙ্গল অ্যাওয়ে ম্যাচে খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে যাওয়া লাল-হলুদ কি জিতে মরসুম শেষ করতে পারবে? থাকছে ইস্টবেঙ্গলেরও খবর।

ভারতের বিরুদ্ধে নামার আগে কী ভাবে তৈরি হচ্ছে নিউ জ়িল্যান্ড?

শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে দাঁড়াতেই দেয়নি নিউ জ়িল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সামনে কিউয়িরা। রবিবার ফাইনালের আগে চিন্তা জোরে বোলার ম্যাট হেনরির চোট। তিনি কি খেলতে পারবেন? ফাইনালের আগে কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনারদের সব খবর।

আইএসএলে সুপার সিক্সে ওঠার লড়াইয়ে মুম্বই, বিপক্ষে কেরল

আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই ম্যাচ। সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে রয়েছে মুম্বই। তাদের ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট। এই ম্যাচ মুম্বইয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরালা আর নক-আউটে ওঠার লড়াইয়ে নেই। কোচিতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement