Tokyo Olympics

Tokyo Olympics: এ বারের অলিম্পিক্সে প্রথম সোনা চিনের দখলে

শুধু পদক জয় নয়, অলিম্পিক্স রেকর্ড গড়লেন ইয়াং।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ১২:৫৪
Share:

ছবি: রয়টার্স

টোকিয়ো অলিম্পিক্সের পদকের মঞ্চে প্রথম জাতীয় সঙ্গীত বাজল চিনের। ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের লড়াইয়ে জিতলেন ইয়াং কিয়ান। হারিয়ে দিলেন রাশিয়া এবং সুইৎজারল্যান্ডের প্রতিযোগীকে।

Advertisement

শুধু পদক জয় নয়, অলিম্পিক্স রেকর্ড গড়লেন ইয়াং। ফাইনালে তাঁর সংগ্রহ ২৫১.৮ পয়েন্ট। শেষ শটে ৯.৮ স্কোর করেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করেন রাশিয়ার আনাসতাসিয়া গালাশিনা। তাঁর সংগ্রহ ২৫১.১ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা সুইস প্রতিযোগী নিনা ক্রিসচেনের সংগ্রহ ২৩০.৬ পয়েন্ট।

এই বিভাগেই অংশ নিয়েছিলেন বিশ্বের এক নম্বর শুটার এলাভেনিল বালারিবান। তাঁর সঙ্গে ছিলেন আর এক ভারতীয় শুটার অপূর্বী চান্ডেলা। তিনি বিশ্বের প্রাক্তন এক নম্বর। তবে দু’জনের কেউই ফাইনালে উঠতে পারেননি। যোগ্যতা অর্জন পর্বে এলাভেনিল শেষ করেন ১৬ নম্বরে। অপূর্বী শেষ করেন ৩৬তম স্থানে। এই বিভাগে ভারতের পদকের আশা শেষ হয়ে যায় তখনই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন