rani rampal

Tokyo Olympics: অলিম্পিক্স হকিতে হ্যাটট্রিক করে নজির ভারতের বন্দনা কাটারিয়ার

শনিবার হাড্ডাহাড্ডি ম্যাচে দারুণ ছন্দে ছিলেন বন্দনা। প্রথম কোয়ার্টারে তাঁর গোলে এগিয়ে যায় ভারত। এরপর দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টারে গোল করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৬:১৫
Share:

বন্দনা কাটারিয়া হকি ইন্ডিয়া

ইতিহাস গড়লেন বন্দনা কাটারিয়া। প্রথম ভারতীয় মহিলা হকি খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সে হ্যাটট্রিক করে ফেললেন তিনি। তাঁর তিন গোলের সুবাদেই ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারতের মেয়েরা।

Advertisement

শনিবার হাড্ডাহাড্ডি ম্যাচে দারুণ ছন্দে ছিলেন বন্দনা। প্রথম কোয়ার্টারে তাঁর গোলে এগিয়ে যায় ভারত। পরে সেই গোল শোধ করে দেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় কোয়ার্টারেও ফের একই ঘটনা ঘটে। বন্দনার গোলে ভারত এগিয়ে গেলেও সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় কোয়ার্টারে ফের রানি রামপালের পাস থেকে গোল করেন নেহা গোয়েল। সেই গোলও পরিশোধ করে দেয় দক্ষিণ আফ্রিকা। তবে তৃতীয় কোয়ার্টারেই ফের এগিয়ে যেতে পারত ভারত। রানি সহজ সুযোগ নষ্ট করেন।

Advertisement

চতুর্থ কোয়ার্টারে ভারতকে জয়সূচক গোল এনে দেন বন্দনাই। জিতলেও রক্ষণ নিয়ে চিন্তায় থাকবেন রানিরা। কারণ নক আউট পর্বে এই ধরনের ভুল বড় সমস্যা তৈরি করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন