ডিকাকে নিয়ে সমস্যা

অগস্টের শুরুতে দিপান্দা ডিকা কলকাতায় এসে অনুশীলনে যোগ না দিলে তাঁর বিরুদ্ধে ফিফায় অভিযোগ জানাবে মোহনবাগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৮ ০৪:০১
Share:

দিপান্দা ডিকা। ফাইল চিত্র।

অগস্টের শুরুতে দিপান্দা ডিকা কলকাতায় এসে অনুশীলনে যোগ না দিলে তাঁর বিরুদ্ধে ফিফায় অভিযোগ জানাবে মোহনবাগান। পাশাপাশি চতুর্থ বিদেশি হিসাবে উগান্ডার মিডিও বোবান জিরিনতুসা বোগিরির সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে গেল সবুজ মেরুনের।

Advertisement

ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কলকাতা লিগ। দলের অন্য দুই বিদেশি হেনরি কিসেক্কা এবং কিংগসলে ওবুমেনেমে চলে এলেও ডিকা এখনও শহরে এসে পৌঁছননি। জুলাইয়ের শুরু থেকেই মোহনবাগানের চুক্তি রয়েছে ক্যামেরুন ফুটবলারটির সঙ্গে। কিন্তু গত বারের আই লিগের সর্বোচ্চ গোলদাতা এখনও অনুশীলনে যোগ দেননি। ক্লাব সচিব অঞ্জন মিত্র বললেন, ‘‘ওকে ভিসার কাগজপত্র পাঠানো হয়েছে। ডিকা যদি অগস্টের শুরুতে না এসে পৌঁছয় তা হলে ফিফায় অভিযোগ করব।’’

এরই মধ্যে চতুর্থ বিদেশি নেওয়ার জন্য গোকুলমের মুসা মুদের সঙ্গে কথা চলছিল মোহনবাগানের। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে না পাওয়ায় উগান্ডার অ্যাটাকিং মিডিও বোবানের সঙ্গে কথা পাকা করছেন কর্তারা। হেনরি কিসেক্কার পরামর্শেই বোবানকে নিতে চাইছে মোহনবাগান। তাঁকে ভিসার জন্য প্রয়োজনীয় চিঠি পাঠানো হচ্ছে। অনুশীলনে দেখে কোচ শঙ্করলাল চক্রবর্তীর পছন্দ হলেই নেওয়া হবে বোবানকে। বোবান এখন খেলেন ইথিওপিয়ার কফি স্পোর্টস ক্লাবে। আজ বুধবার মোহনবাগান প্রস্তুতি ম্যাচ খেলবে তালতলা দীপ্তি সংঘের সঙ্গে। ইস্টবেঙ্গলও আজ বিকেলে অনুশীলন ম্যাচ খেলবে প্রিমিয়ারের দল বিএসএস স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এরই মধ্যে বেলো রাজ্জাককে নিতে চলছে এরিয়ান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement