Allan Border

বিশ্ব রানআউট একাদশে ভারতের মাত্র ২ জন

পছন্দ না হলেও বহু ব্যাটসম্যান আছেন যাঁদের প্রায়শই রান আউট হয়ে ক্রিজ ছাড়তে হয়েছে। এঁদের নিয়ে যদি প্রথম এগার বানান হয়, তাহলে কেমন হবে সেই টিম। দেখে নিন।

Advertisement
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ১৮:০৫
Share:
০১ ১১

বিজয় মার্চেন্ট: ১৯৩০-১৯৪০ এর সময় ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন মার্চেন্ট। কেরিয়ারে বহু বার রান আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।

০২ ১১

রাহুল দ্রাবিড়: রান আউট হওয়ার নিরিখে প্রথম সারিতে থাকবেন কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটারও। টেস্ট ক্রিকেটে ১৪ বার রান আউট হয়েছেন দ্রাবিড়।

Advertisement
০৩ ১১

রিকি পন্টিং (সহ অধিনায়ক): বিশ্বকাপ জয়ী এই অজি তারকা ক্রিকেটারও ১৫ বার রান আউট হয়েছেন নিজের কেরিয়ারে।

০৪ ১১

অ্যলান বর্ডার: ১২ বার নিজের কেরিয়ারে রান আউট হয়েছিলেন বর্ডার।

০৫ ১১

স্টিভ ওয়(অধিনায়ক): এই দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অটমেটিক চয়েস ওয়। ৭২ শতাংশ টেস্ট জেতার রেকর্ড আছে স্টিভের। তবে, এই স্টিভও বহু বার রান আউট হয়েছেন নিজের কেরিয়ারে।

০৬ ১১

জই সোলমন: ১৯৫০ থেকে ১৯৬০-এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একের পর এক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জই। তবে, টেস্টে খেলা ম্যাচে ১৩ শতাংশ ম্যাচে রান আউট হয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।

০৭ ১১

পিটার পোলক: এই প্রোটিয়া অলরাউন্ডারও রান আউটের শিকার হয়েছেন ৪ বার।

০৮ ১১

আফি জার্ভিস: এই অজি উইকেটরক্ষক বহু বার রান আউট হয়েছেন নিজের কেরিয়ারে।

০৯ ১১

স্টুয়ার্ট ম্যাকগিল: রান আউট হওয়ার দিক থেকে পিছিয়ে নেই এই অজি বোলারও। কেরিয়ারে ৯ বার রান আউট হয়েছেন স্টুয়ার্ট।

১০ ১১

রডনি হগ: নিজের কেরিয়ারে মোট ৭ বার রান আউট হতে হয়েছে হগকে।

১১ ১১

ইকবাল কাসিম: ৭ বার রান আউট হয়েছেন ইকবাল কাসিম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement