US Open 2023

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে আলকারাজ়, এগোচ্ছেন অন্য বাছাইরাও

শনিবার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে বড় কোনও অঘটন ঘটেনি। প্রত্যাশা মতোই চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন বাছাই খেলোয়াড়েরা। তবে চার সেটে লড়াই করে জিততে হল শীর্ষ বাছাই আলকারাজ়কে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৫
Share:

কার্লোস আলকারাজ়। —ফাইল চিত্র।

ইউএস ওপেনে এগোচ্ছেন বাছাই খেলোয়াড়েরা। কিছুটা লড়াই করে তৃতীয় সেটে জিততে হল পুরুষদের শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ়কে। চতুর্থ রাউন্ডে পৌঁছলেন ডানিল মেদভেদেভ, ইয়ানিক সিনার, আলেকজান্ডার জ়েরেভ, আন্দ্রে রুবলেভেরা। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডের বাধা অতিক্রম করেছেন ওনস জাবেউর, জেসিকা পেগুলারা। শনিবার তেমন কোনও অঘটন ঘটেনি বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে।

Advertisement

তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে জিততে পারলেন না আলকারাজ়। চার সেট লড়াই করে জিততে হল তাঁকে। ২৬ নম্বর বাছাই ব্রিটেনের ডান ইভান্সকে শীর্ষ বাছাই হারালেন ৬-২, ৬-৩, ৪-৬, ৬-৩ ব্যবধানে। চেনা মেজাজে শুরু করলেও তৃতীয় সেটে হঠাৎই ছন্দ হারান আলকারাজ়। যদিও চতুর্থ সেটে আবার ম্যাচে ফেরেন তিনি।

সহজেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর মেদভেদেভ। তৃতীয় বাছাই রুশ খেলোয়াড় ৬-২, ৬-২, ৭-৬ ব্যবধানে হারিয়েছেন আর্জেন্টিনার অবাছাই খেলোয়াড় সেবাস্তিয়ান বেজ়কে। ষষ্ঠ বাছাই ইটালির সিনার জয় পেয়েছেন সুইৎজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কার বিরুদ্ধে। তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক এ বারে প্রতিযোগিতায় অবাছাই। সিনার জিতেছেন ৬-৩, ২-৬, ৬-৪, ৬-২ ব্যবধানে। তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন অষ্টম বাছাই রাশিয়ার রুবলেভও। তিনি ফ্রান্সের আর্থার রিন্ডার্কনেচকে হারিয়েছেন ৩-৬, ৬-৩, ৬-১, ৭-৫ ব্যবধানে। চার সেট লড়াই করতে হয়েছে দ্বাদশ বাছাই জ়েরেভকে। জার্মানির খেলোয়াড় ৬-৭, ৭-৬, ৬-১, ৬-১ ফলে হারিয়েছেন ১৯তম বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে।

Advertisement

মহিলাদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন জাবেউর। তিউনিশিয়ার পঞ্চম বাছাই খেলোয়াড় ৫-৭, ৭-৬, ৬-৩ ফলে হারিয়েছেন ৩১তম বাছাই চেক প্রজাতন্ত্রের মারি বোজ়কোভাকে। তৃতীয় বাছাই আমেরিকার পেগুলারকেও তিন সেট লড়াই করতে হল। তিনি ৬-৪, ৪-৬, ৬-২ ব্যবধানে হারিয়েছেন ২৬তম বাছাই ইউক্রেনের এলিনা সুইতোলিনাকে। তৃতীয় রাউন্ডে জিতেছেন নবম বাছাই চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্ড্রোসোভাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন