BCCI

সুপ্রিম কোর্ট গঠিত বিসিসিআইয়ের কমিটি থেকে পদত্যাগ আরও এক আধিকারিকের

কোর্ট-কাছাড়ি এবং বহু টালবাহানার পর বিসিসিআইয়ের স্বচ্ছ প্রতিমূর্তি গড়ে তুলতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গঠন করে দেওয়া হয় সিওএ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০১৭ ২০:০৫
Share:

বিক্রম লিমায়। ছবি: সংগৃহীত

অস্তিত্ব সংকটে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন। কোর্ট-কাছাড়ি এবং বহু টালবাহানার পর বিসিসিআইয়ের স্বচ্ছ প্রতিমূর্তি গড়ে তুলতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গঠন করে দেওয়া হয় সিওএ। বিগত কয়েক মাস ধরে সঠিক ভাবে চললেও হটাৎই সিওএর মধ্যে থেকে বিভিন্ন বিষয় প্রশ্ন তুলে পদ ত্যাগ করেন বিখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।

Advertisement

আরও পড়ুন: আইসিসি টুর্নামেন্ট এলেই কি জ্বলে ওঠে টাইগাররা?

রামচন্দ্র গুহের পর নবতম সংযোজন বিক্রম লিমায়। শনিবার সুপ্রিম কোর্ট তৈরি করে দেওয়া কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্য প্যানেল থেকে ইস্থফা দিতে চলেছেন আর বিক্রম। তবে, অভ্যন্তরিন কোনও বিতর্কে নয় আরও এক সরকারি দায়িত্ব সামলাতেই এই পদত্যাগ লিমায়। সেবির মূখ্য কার্যনির্বাহী আধিকারিক পদে যোগ দেওয়ার কারনেই পদত্যাগ করতে হবে বিক্রম লামায়কে। চলতি মাসেই নিজের এই পদত্যাগের কথা দেশের সর্বোচ্চ আদালতকে জানাবেন লিমায়।

Advertisement

লিমায়ের পদত্যাগের ফলে চার জনের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য সংখ্যা হয়ে দাড়াল দুই। বিনোদ রাই সহ এই কমিটিতে রইলেন ভারতীয় মহিলা দলের প্রক্তন অধিনায়ক ডায়না এদুলজি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন