পাঁচ ঘণ্টা লোডশেডিং ধোনির বাড়িতে! বিরক্ত সাক্ষী টুইটে লিখলেন...

যেমন হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষীর ক্ষেত্রে।

Advertisement

সংবাদ সংস্থা 

রাঁচী শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৭
Share:

সাক্ষী ধোনি। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

লোডশেডিং হলে অসন্তুষ্ট হন না, এ রকম লোকের সংখ্যা হাতে গোনা। অন্ধকারে বসে থাকতে কারই বা ভাল লাগে? আর এই লোডশেডিং যখন নিত্য দিনের সমস্যা হয়ে দাঁড়ায়, তখন তা বিরক্তিকর হওয়াই স্বাভাবিক। যেমন হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষীর ক্ষেত্রে।

Advertisement

লোডশেডিং নিয়ে নিজের বিরক্তির কথা সম্প্রতি টুইট করে জানিয়েছেন সাক্ষী। পোস্টে রাঁচীতে নিত্যদিনের লোডশেডিংয়ের বিষয়টি তুলে ধরেছেন তিনি। লিখেছেন, ‘রাঁচীর লোকজন প্রতি দিন লোডশেডিংয়ের মুখোমুখি। রোজ গড়ে চার থেকে সাত ঘণ্টা লোডশেডিং হচ্ছে।’ গত বৃহস্পতিবার টানা পাঁচ ঘণ্টা লোডশেডিং ছিল ধোনির বাড়িতে। তার পরই এই পোস্ট করেন সাক্ষী।

সেই টুইটে সাক্ষী বলেছেন, ‘এখন কোনও উৎসব নেই। আবহাওয়াও ভাল। তা সত্ত্বেও রোজ লোডশেডিং। আশা করছি কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে এগিয়ে আসবেন।’ এই টুইট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। রাঁচীর বাসিন্দারা সাক্ষীর সুরে সুর মিলিয়ে বিষয়টি নিয়ে সরব হয়েছেন।

Advertisement

আরও পড়ুন: চাপে থাকা ঋষভকে পরামর্শ দ্রাবিড়ের

আরও পড়ুন: অমিত বিক্রমে ইতিহাসের স্বপ্ন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন