Virat Kohli

সান্তা সেজে কলকাতা ঘুরে গেলেন বিরাট!

‘সান্তাজি বিরাট এখানে আছে না?’ তখন সান্তা খুদেদের জিজ্ঞাসা করলেন, তোমরা বিরাট কোহালির সঙ্গে দেখা করবে? সবাই তখন চেঁচিয়ে বলে, ‘হ্যাঁ...’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ১৫:২৬
Share:

‘সান্তা’ বিরাট। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সাতসকালে তাঁদের কাছে হাজির সান্তা বুড়ো। তাঁকে দেখে আনন্দ আর ধরে না হোমের খুদেদের। সান্তার থেকে উপহার পেয়ে খুশিতে জ্বলজ্বল করছিল তাদের মুখ। সান্তার উপহার যখন খুলে দেখছে ছোটরা, তখন হোমের এক ব্যক্তি বললেন, স্পাইডারম্যান ও সুপারম্যানের সঙ্গে দেখা করার ছিল। কিন্তু ওরা তো ছুটিতে গিয়েছে। তার পর ওই ব্যক্তি সান্তাকে জিজ্ঞাসা করলেন, ‘সান্তাজি বিরাট এখানে আছে না?’ তখন সান্তা খুদেদের জিজ্ঞাসা করলেন, তোমরা বিরাট কোহালির সঙ্গে দেখা করবে? সবাই তখন চেঁচিয়ে বলে, ‘হ্যাঁ...’।

Advertisement

এর পরই এল আসল চমক। ছোটদের থেকে পিছনে ফিরে নিজের সাজ খুললেন ‘সান্তা’। সাজ খুলে ফেলতেই চিৎকার করে উঠল খুদের দল। কারণ তাদের সামনে তখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি! আনন্দে আত্মহারা খুদের দল ছুটে যায় বিরাটের দিকে, জড়িয়ে ধরে তাঁকে।

এই ঘটনার ভিডিয়ো বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে একটি স্পোর্টস চ্যানেল। তার পর সেই ভিডিয়ো দেখা হয়েছে ছয় লক্ষও বারেরও বেশি।

Advertisement

তবে ভিডিয়োটির শুট হয়েছিল নভেম্বরে। বারুইপুরের একটি হোমে। ওই হোমের খুদেরা সবাই এইচআইভি আক্রান্ত। কলকাতায় পিঙ্ক টেস্ট চলার সময় সেখানে গিয়েছিলেন বিরাট।

দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: নিলামে অবিক্রিতদের এই একাদশ টক্কর দিতে পারবে আইপিএলের যে কোনও দলকে

আরও পড়ুন: আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামবেন এই বলি অভিনেতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement