Virat Kohli turned 28

কোহালি ২৮

আজ আঠাশে পা দিলেন বিরাট কোহালি। তাঁর জন্মদিন ঘিরে উৎসব শুরু হয়ে গিয়েছে তাঁর সমর্থককুলে। সোশ্যাল মিডিয়ায় নভেম্বরের প্রথম সপ্তাহের নামকরণ— বিরাট কোহালি বার্থডে উইক! একদল সমর্থক নিজেদের পরিচয় দিয়েছে, বিরাট-গ্যাং নামে!

Advertisement
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ০৪:১৭
Share:

আজ আঠাশে পা দিলেন বিরাট কোহালি। তাঁর জন্মদিন ঘিরে উৎসব শুরু হয়ে গিয়েছে তাঁর সমর্থককুলে। সোশ্যাল মিডিয়ায় নভেম্বরের প্রথম সপ্তাহের নামকরণ— বিরাট কোহালি বার্থডে উইক! একদল সমর্থক নিজেদের পরিচয় দিয়েছে, বিরাট-গ্যাং নামে! যারা বিরাটের জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্ল্যান আমদানি করছে। টুইটারে বিরাটের জন্মদিন নিয়ে একটা প্রতিযোগিতাও করবে তারা। বিরাটিয়ান্স নামের আর একদল সমর্থক কোহালির নানা ছবির কোলাজ তুলে দিয়েছে। বিরাট নিজে এই ছবি টুইট করে লিখেছেন, ‘আই বিলিভ আই ক্যান ফ্লাই!’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন