greatest ODI batsman

একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যান বিরাট, মন্তব্য ক্লার্কের

কোহালির পাশাপাশি ধোনির প্রশংসাও শোনা গিয়েছে ক্লার্কের গলায়। মেলবোর্ন এবং অ্যাডিলেডে ধোনি যে ভাবে দলকে জিতিয়েছেন, তাঁর প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়কের গলায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১৫:৩৭
Share:

ইতিমধ্যেই তাঁর প্রশাংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব। তাঁকে একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটসম্যানের মুকুট পরিয়ে দিয়েছেন ডিন জোন্স। সচিনের রেকর্ড ভেঙে ফেলবেন বলে পূর্বাভাস দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক আজহার। বিরাটের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আক্রম থেকে ইমরান খান সবাই। এ বার সেই পথেই হাঁটলেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহালিকেই সেরার তকমা দিলেন তিনি। তাঁর কথায়, ‘‘একদিনের ক্রিকেটে কোহালিই সেরা ব্যাটসম্যান।’’

Advertisement

আইসিসি র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ক্রিকেটার বিরাট কোহালি। ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে দশ হাজারের বেশি রান করে ফেলেছেন বিরাট। গড় ৬০-এ কাছাকাছি। শতরান ৩৯টি। কোহালির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট এবং একদিনের সিরিজ জিতেছে দল।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেছেন, ‘‘আমার কোনও সন্দেহ নেই কোহালি ভারতীয় ক্রিকেট দলের সম্পদ।” পাশাপাশি, ক্রিকেট নিয়ে কোহালির আবেগের প্রশংসা শোনা গিয়েছে প্রাক্তন এই অজি অধিনায়কের গলায়।

Advertisement

আরও পড়ুন: মেলবোর্নে রজারের সঙ্গে দেখা বিরুষ্কার

আরও পড়ুন: ম্যাচের রং পাল্টে দিতে পারে নাইটদের এই তিন বিদেশি

কোহালির পাশাপাশি ধোনির প্রশংসাও শোনা গিয়েছে ক্লার্কের গলায়। মেলবোর্ন এবং অ্যাডিলেডে ধোনি যে ভাবে দলকে জিতিয়েছেন, তাঁর প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়কের গলায়।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement