রবিবার দিল্লির বিরুদ্ধে বেঙ্গালুরুকে হারতে হয়েছে ঠিকই কিন্তু সেই দিনই এক অন্য রেকর্ডের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন দলের অধিনায়ক বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক এই দিন ভেঙে দিলেন তাঁরই আইপিএল সতীর্থ ক্রিস গেইলের রেকর্ড। কোনও একটি গ্রাউন্ডে টি২০তে মোট ১৬৫৩ রান করে ফেললেন বিরাট।
অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজ থেকে বিশ্বকাপ টি২০। মাঝে এশিয়া কাপ। ধারাবাহিক ভাবে দারুণ খেলে চলেছেন কোহলি। এবার বড় রেকর্ডের তালিকায় ঢুকে পরলেন তিনি। রবিবার দল না জিতলেও তাঁর ব্যাট থেকে এল ৪৮ বলে ৭৯ রান। এদিন ১৫৭৪ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন তিনি। ক্রিস গেইলের এই মাঠেই ছিল ১৫৭৮ রান। যাঁকে ছাপিয়ে গেলেন বিরাট। শুধু গেইলকে নয় তিনি ছাপিয়ে গেলেন ইংল্যান্ড অল-রাউন্ডার সমিত পটেলকেও। ইংল্যান্ডের এই ক্রিকেটার নটিংহ্যামশায়ারের হয়ে ট্রেন্ট ব্রীজে করেছিলেন ১৫৯৫ রান।
আরও খবর
ব্যাটিংয়ের ঝুঁকি নেতৃত্বে দেখতে পেলাম না