Cricket

পাকিস্তানের কাছে হেরেও হতাশ নন ভারত অধিনায়ক

। ১৯৯২ সালে ক্রিকেট বিশ্বকাপের পর আইসিসি-এর ৫০ ওভারের ক্রিকেটে এটাই প্রথম ট্রফি পাকিস্তানের। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও এটিই প্রথম ট্রফি পাকিস্তানের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৭ ২৩:২৬
Share:

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান দল। ছবি: এএফপি।

ভারতকে ১৮০ রানে হারিয়ে বিশ্ব ক্রিকেটে আরও এক বার নিজেদের অস্তিত্বের জানান দিল পাকিস্তান। দীর্ঘ ৮ বছর পর আইসিসি-এর কোনও টুর্নামেন্টে জয়ের ধ্বজা ওড়াল পাকিস্তান। ২০০৯ ওয়ার্ল্ড টি২০-এর পর ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল সরফরাজ আহমেদ অ্যান্ড কোম্পানি। ৫০ ওভারের ক্রিকেটে দেখতে গেলে হিসেবটা আরও তাক লাগিয়ে দেবে ক্রিকেট প্রেমীদের। ১৯৯২ সালে ক্রিকেট বিশ্বকাপের পর আইসিসি-এর ৫০ ওভারের ক্রিকেটে এটাই প্রথম ট্রফি পাকিস্তানের। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও এটিই প্রথম ট্রফি পাকিস্তানের।

Advertisement

একটা সময় ২০১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জন নিয়েই প্রশ্নের মুখে ছিল পাকিস্তান ক্রিকেট। এই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে রীতিমতো খুশি টিম পাকিস্তান।

আরও পড়ুন: হচ্ছে না ২০১৮র টি২০ বিশ্বকাপ

Advertisement

ম্যাচ শেষে পাক অধিনায়ক সারফরাজ আহমেদ বলেন, “ভারতের কাছে গ্রুপ স্টেজে হারের পর দলের প্রতিটি খেলোয়াড়কে বলেছিলাম এখানেই টুর্নামেন্টের শেষ নয়। গোটা টুর্নামেন্ট পরে রয়েছে। আজ দলের প্রতিটি ক্রিকেটারই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে দুর্দান্ত খেলেছে।”

ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করা ফকর জামানেরও প্রশংসা শোনা যায় সরফরাজের গলায়। তিনি বলেন, “ফকর এক জন চ্যাম্পিয়ান প্লেয়ার। ও যদি এ ভাবেই খেলতে থাকে তা হলে, পাকিস্তানের জন্য আগামীদিনে ও সম্পদ হতে চলেছে।”

ফকরের পাশাপাশি দলের বোলারদের প্রশংসা করতেও ভোলেননি পাক অধিনায়ক। তিনি বলেন, “আমির-হাসান-জুনেইদ সকলেই দারুণ খেলেছে। এটা নতুন দল, যখন টুর্নামেন্টে খেলতে আসি তখন আমাদের কাছে হারানোর কিছু ছিল না। সেখান থেকে আজ আমরা চ্যাম্পিয়ান। আমাদের যাঁরা সমর্থন করেছেন তাঁদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন