Virat Kohli

আইসিসি রেটিংয়ে ইতিহাস তৈরি করেও পিছিয়ে বিরাট

লারাকে পিছনে ফেললেও কোহালির আগে রয়েছেন অনেক তারকা ক্রিকেটার। এক ঝলকে দেখে নেওয়া যাক কে কে রয়েছেন বিরাটের আগে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৪
Share:
০১ ০৭

আইসিসি ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের রেটিং পয়েন্টে ৯০০-এর গণ্ডি পেরিয়েছেন বিরাট কোহালি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন বিরাট। পিছনে ফেলে দিয়েছেন ‌ব্রায়ান লারাকে(৯০৮)। বর্তমানে বিরাটের পয়েন্ট ৯০৯। তবে, লারাকে পিছনে ফেললেও কোহালির আগে রয়েছেন অনেক তারকা ক্রিকেটার। এই মুহূর্তে এই তালিকার সপ্তম স্থানে রয়েছেন বিরাট। এক ঝলকে দেখে নেওয়া যাক কে কে রয়েছেন বিরাটের আগে।

০২ ০৭

ভিভ রিচার্ডস(ওয়েস্ট ইন্ডিজ): আইসিসি-এর ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের সর্বকালীন রেটিং-এ শীর্ষে রয়েছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। ভিভ সর্বোচ্চ ৯৩৫ পয়েন্ট অর্জন করেছিলেন।

Advertisement
০৩ ০৭

জাহির আব্বাস(পাকিস্তান): ভিভের ঠিক পড়েই ৯৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আব্বাস।

০৪ ০৭

গ্রেগ চ্যাপেল(অস্ট্রেলিয়া): এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন গ্রেগ। সর্বোচ্চ ৯২১ পয়েন্ট এসেছিল তাঁর ঝুলিতে।

০৫ ০৭

ডেভিড গাওয়ার(ইংল্যান্ড): ৯১৯ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড।

০৬ ০৭

ডিন জোন্স(ইংল্যান্ড): গাওয়ারের থেকে ১ পয়েন্ট কম অর্থাৎ ৯১৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার জোন্স।

০৭ ০৭

জাভেদ মিয়াঁদাদ(পাকিস্তান): ৯১০ পয়েন্ট নিয়ে এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন এই পাক ক্রিকেটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement