সেঞ্চুরি নয়, বিরাটের কাছে বড় দলের জয়

মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ জেতার পরে নিউজিল্যান্ড রবিবার শেষ ম্যাচেও ৩৩৭ রান তাড়া করে জয়ের প্রায় কাছাকাছি পৌঁছে যায়। শেষ পর্যন্ত যশপ্রীত বুমরার বোলিং দাপট সামলাতে না পেরে আর শেষরক্ষা হয়নি তাদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ০৪:৫৪
Share:

ছবি: সংগৃহীত।

নিউজিল্যান্ডই বাধ্য করেছে তাদের সেরাটা উজাড় করে দিতে— রবিবার কানপুরে টানটান উত্তেজনায় ভরা ম্যাচে জয়ের পরে এই মন্তব্য করলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

Advertisement

মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ জেতার পরে নিউজিল্যান্ড রবিবার শেষ ম্যাচেও ৩৩৭ রান তাড়া করে জয়ের প্রায় কাছাকাছি পৌঁছে যায়। শেষ পর্যন্ত যশপ্রীত বুমরার বোলিং দাপট সামলাতে না পেরে আর শেষরক্ষা হয়নি তাদের। ছ’রানে ম্যাচ জিতে উঠে সিরিজের সেরা কোহালি বলেন, ‘‘ম্যাচটাতে যে এত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তার কৃতিত্ব নিউজিল্যান্ডের। ওরা পুরো সিরিজেই ভাল খেলেছে আর আমাদের সেরাটা উজাড় করে দিতে বাধ্য করেছে।’’ গ্রিন পার্কের উইকেট নিয়ে অধিনায়ক বলেন, ‘‘ব্যাট করার জন্য বেশ ভাল ছিল। দ্বিতীয়ার্ধ্বে আরও সুবিধাজনক হয়ে যায়।’’

বিরাট দাপট

Advertisement

• সবচেয়ে কম ম্যাচে ৯০০০ রানের গণ্ডি পেরোলেন। ২০২ ওয়ান ডে-তে, ১৯৪ ইনিংসে বিরাট কোহালির রান এখন ৯০৩০। টপকে গেলেন এবি ডিভিলিয়ার্সকে (২০৫ ইনিংসে)।

• ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ান ডে-তে ৯০০০ রান।

• ২০১৭ সালে ব্যক্তিগত সর্বাধিক রান। ২৬ ম্যাচে করেছেন ১৪৬০ রান।

• রোহিত শর্মার সঙ্গে সর্বোচ্চ চারটে ২০০ রানের ওপর পার্টনারশিপ। এর আগে গৌতম গম্ভীরের সঙ্গে তিনটি দু’শো বা তার বেশি রানের পার্টনারশিপ ছিল কোহালির।

রবিবারের ম্যাচ কঠিন হয়ে ওঠার জন্য অবশ্য শিশিরকেও অনেকটাই দায়ী করেছেন ভারতীয় অধিনায়ক। বলেন, ‘‘এত শিশির পড়ছিল যে, একটা সময় মনে হচ্ছিল ২২জন ফিল্ডারও যথেষ্ট নয়। তবে দলের ছেলেরা যে সামলে দিয়েছে, এটাই গর্বের।’’ নিজের ইনিংস ও এ দিনের মাইলস্টোন প্রসঙ্গে কোহালি বলেন, ‘‘যত রানই করি না কেন, আমার কাছে দলকে জেতানোই আসল।’’ এ দিন কোহালির ন’হাজা রানও হয়ে গেল। কানপুরের ক্রিজে বিরাট-সঙ্গী রোহিত বলছেন, ‘‘দলের জয়ে অবদান রাখতে পারাটা আনন্দের।’’

(রবিবারের প্রকাশিত হয়েছে আট হাজার রানের সামনে বিরাট। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য
আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন