Rajkumar Sharma

কোহালির ছোটবেলার কোচ এবার দিল্লি রঞ্জি দলের হেড স্যর

রাজকুমার এর আগে ভারতের মহিলা ‘এ’ দল, দিল্লির অনূর্ধ্ব ২৩ দল এবং মাল্টায় কোচিং করিয়েছেন। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৯:১১
Share:

কোহালির সঙ্গে রাজকুমার শর্মা। —ফাইল চিত্র।

দিল্লির রঞ্জি ট্রফি দলের কোচ হলেন রাজকুমার শর্মা। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা রাজকুমার আবার বিরাট কোহালির ছোটবেলার কোচ।

Advertisement

৫৫ বছরের রাজকুমার ২০১৬ সালে দ্রোণাচার্য পুরস্কার পান। গত মরশুমে তিনি দিল্লির বোলিং কোচ ছিলেন। প্রধান কোচ ছিলেন কে পি ভাস্কর। রাজকুমারের সহকারী হয়েছেন গুরসরণ সিংহ। ১৯৯০ সালে নিউজিল্যান্ডে একটি করে টেস্ট ও একদিনের ম্যাচ খেলেন তিনি।

ভারত অধিনায়ক যখন বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়তেন, তখন ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমি তৈরি হয়। প্রথম ব্যাচেই ভর্তি হয়ে যান কোহালি। সেখানেই কোচ হিসেবে পান রাজকুমার শর্মাকে। রাজকুমার এর আগে ভারতের মহিলা ‘এ’ দল, দিল্লির অনূর্ধ্ব ২৩ দল এবং মাল্টায় কোচিং করিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: আইপিএল এই বছর ৮ দল নিয়ে হওয়ারই সম্ভাবনা​

আরও পড়ুন: ডিকক, ডুপ্লেসিদের কারওর করোনা হয়নি, জানিয়ে দিল দক্ষিণ আফ্রিকা​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন