Virat Kohli

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেলেন বিরাট, উঠে এলেন পন্থ

চার নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। এক নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে ফর্মে ফেরা স্টিভ স্মিথ রয়েছেন দু‘নম্বরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১৫:৪৮
Share:

চার নম্বরে নেমে গেলেন বিরাট

আইসিসি টেস্ট রাঙ্কিংয়ে পিছোলেন বিরাট কোহালি। বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। এক নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে ফর্মে ফেরা স্টিভ স্মিথ রয়েছেন দু‘নম্বরে। তিন নম্বরে রয়েছেন মার্নাস লাবুশেন।

ব্রিসবেনে ভারতের টেস্ট জয়ের নায়ক ঋষভ পন্থ ১৩ নম্বরে উঠে এসেছেন। উইকেট রক্ষক ব্যাটসম্যানদের মধ্যে তিনিই প্রথম। ১৫ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শুভমন গিলও। ৬৮ থেকে ৪৭-এ উঠে এসেছেন তিনি। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে ৯১ রান করেন গিল।


Advertisement

চেতেশ্বর পূজারা উঠে এসেছেন ৭ নম্বরে। অজিঙ্ক রাহানে রয়েছেন ৯ নম্বরে। বোলারদের তালিকায় ১ নম্বরে প্যাট কমিন্স। যশপ্রীত বুমরা ৯ নম্বরে। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন ৮ নম্বরে। অল রাউন্ডারদের তালিকায় তিন নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা। শীর্ষে বেন স্ট্রোকস আর দু’নম্বরে জেশন হোল্ডার।

অস্ট্রেলিয়ায় অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরও জায়গা পেয়েছেন র‍্যাঙ্কিংয়ে। ব্যাটসম্যানদের মধ্যে ৮২ নম্বরে আছেন ওয়াশিংটন। আর বোলারদের তালিকায় ৯৭ নম্বরে রয়েছেন তিনি। শার্দুল ঠাকুরের স্থান হয়েছে বোলারদের তালিকার ৬৫ নম্বরে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন