IPL 2021

ভারতে স্পিন বোলিংয়ের মান ক্রমশ পড়ছে! তিন বিশ্বকাপ নিয়ে চিন্তায় লক্ষ্মণ

জাতীয় দলে বেড়ে গিয়েছে জোরে বোলারদের গুরুত্ব। শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, টি নটরাজনের মতো ক্রিকেটাররা উঠে এসেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৮:৩৪
Share:

চহাল-কুলদীপের সোনালি দিন এখন অতীত। ফাইল ছবি

এক সময় স্পিন বোলিং ছিল ভারতের মূল অস্ত্র। সাম্প্রতিক সময়ে সেই বিভাগে দাপট দেখিয়েছেন যুজবেন্দ্র চহাল এবং কুলদীপ যাদব। দুই জুটিকে সমর্থকরা ‘কুল-চা’ নামেও ডাকতেন।

Advertisement

তবে সেই দিন এখন অতীত। জাতীয় দলে বেড়ে গিয়েছে জোরে বোলারদের গুরুত্ব। শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, টি নটরাজনের মতো ক্রিকেটাররা উঠে এসেছেন। চহাল অনেকদিন আগেই দলের আস্থা হারিয়েছেন। সাম্প্রতিক পরিসংখ্যানের পর জায়গা নড়বড়ে কুলদীপেরও। ভারতের স্পিন বোলিং নিয়ে তাই চিন্তায় ভিভিএস লক্ষ্মণ

এক কলামে লক্ষ্মণ লিখেছেন, “আগামী আড়াই বছরে তিনটে বিশ্বকাপ হবে। তাই ষষ্ঠ বোলার বেছে নেওয়ার দিন কিন্তু ক্রমশ কমে আসছে। বিশেষত ৫০ ওভারের ক্রিকেটে স্পিনারদের মান পড়ে যাওয়ার ব্যাপারটা সব থেকে বেশি চিন্তার। দক্ষতার অভাব আরও বেশি করে এ বার বোঝা যাচ্ছে।”

Advertisement

সমাধানের উপায়ও বাতলে দিয়েছেন লক্ষ্মণ। বলেছেন, “যুজবেন্দ্র চহাল দল পরিচালন কমিটির আস্থা হারিয়েছে। কুলদীপ যাদবকে তো একেবারেই ছন্দে দেখাচ্ছে না। ৫০ ওভারের বিশ্বকাপ এখনও দু’বছর বাকি। তাই মাঝের ওভারগুলিতে উইকেট নিতে পারে এ রকম বোলারদের এখনই খুঁজে বের করে তাদের পিছনে সময় দেওয়া উচিত। তাহলে বড় প্রতিযোগিতায় নামার আগে ওরা তৈরি হয়ে যাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন