Cricket

চারে নেমে ভুল করেছে বিরাট, ভারত অধিনায়কের সিদ্ধান্তের সমালোচনায় লক্ষ্ণণ

পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারেনি ‘টিম ইন্ডিয়া’। ভারতের রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ব্যাটিং তাণ্ডবে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১৫:৪১
Share:

চার নম্বরে নেমে ব্যর্থ কোহালি। ছবি— এএফপি।

ওয়াংখেড়েতে বল গড়ানোর আগেই ভারত অধিনায়ক বিরাট কোহালি জানিয়ে দিয়েছিলেন, তিনি ব্যাট করতে নামবেন চার নম্বরে। তিন নম্বরে পাঠানো হবে লোকেশ রাহুলকে।

Advertisement

মঙ্গলবারের ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে-তে কোহালির সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরল। চার নম্বরে নেমে কোহালি ১৬ রানে ফেরেন। মাঝের ওভারে একের পর এক উইকেট হারানোর ফলে রানের গতি বাড়াতে পারল না ভারত।

পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারেনি ‘টিম ইন্ডিয়া’। ভারতের রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ব্যাটিং তাণ্ডবে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিং নিয়ে কোহালির পরীক্ষা নিরীক্ষায় খুশি নন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তাঁর মতে, ব্যাটিং অর্ডারে নিজেকে চার নম্বরে নামিয়ে নিয়ে গিয়ে ভুলই করেছেন কোহালি।

Advertisement

ভারত অধিনায়ক নিজে চারে যাওয়ার ফলে ভারতও স্কোর বোর্ডে বড় সড় রান তুলতে পারেনি। ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলে লক্ষ্মণ বলেছেন, ‘‘সচিন তেন্ডুলকর বিশ্বের সেরা ব্যাটসম্যান ছিল। সচিনও চার নম্বরে ব্যাট করতে পছন্দ করত না।’’

ক্রিকেট বিশেষজ্ঞরা বলে থাকেন, দলের সেরা ব্যাটসম্যানকে বেশি বল খেলার সুযোগ করে দিতে হবে। সচিনকে সেই কারণে পাঠানো হত ওপেন করতে। কোহালির চার নম্বরে ব্যাট করতে যাওয়া প্রসঙ্গে ‘ভেরি ভেরি স্পেশ্যাল’ লক্ষ্মণ বলছেন, ‘‘দলের সেরা ব্যাটসম্যান যেন ম্যাচে বেশি ডেলিভারি খেলার সুযোগ পায়। অস্ট্রেলিয়ার মতো দারুণ বোলিং আক্রমণের বিরুদ্ধে পরীক্ষা নিরীক্ষা করা উচিত হয়নি।’’

অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতীয় দল খুব সহজেই হারিয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে। লোকেশ রাহুল রানের মধ্যে ছিলেন। ফিঞ্চের দলের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের রক্তাল্পতা ধরা পড়ল। লক্ষ্ণণ বলছেন, ‘‘ভাল ফর্মে রয়েছে সেই কারণেই রাহুলকে তিনে পাঠানো হয়েছে। অভিজ্ঞতার জন্য ধওয়ন ওপেন করেছে। কিন্তু ওয়ানডেতে রাহুলকে চার নম্বরে পাঠিয়ে কোহালির তিনে নামা উচিত। তিনে কোহালি নামলে গতি পাবে ইনিংস।’’

ওয়াংখেড়ে থেকে কি শিক্ষা নেবেন কোহালি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন