লাইভ টিভিতে ওয়াসিম আক্রমকে হেনস্থা!

লাইভ টিভিতে হেনস্থার শিকার হলেন ওয়াসিম আক্রম। অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ১১টা নাগাদ একটি সর্বভারতীয় চ্যানেলে লাইভ অনুষ্ঠানের সম্প্রচার চলাকালীন। বিরাট কোহলির অতিমানবীয় ইনিংস বিশ্লেষণে তখন নিজের মতামত দিচ্ছিলেন প্রাক্তন পাক পেসার ও কমেন্টেটর আক্রম। হঠাৎই তাঁকে বাধা দিতে এগিয়ে আসেন কয়েক জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ১৩:৩০
Share:

লাইভ টিভিতে হেনস্থার শিকার হলেন ওয়াসিম আক্রম। অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ১১টা নাগাদ একটি সর্বভারতীয় চ্যানেলে লাইভ অনুষ্ঠানের সম্প্রচার চলাকালীন। বিরাট কোহলির অতিমানবীয় ইনিংস বিশ্লেষণে তখন নিজের মতামত দিচ্ছিলেন প্রাক্তন পাক পেসার ও কমেন্টেটর আক্রম। হঠাৎই তাঁকে বাধা দিতে এগিয়ে আসেন কয়েক জন। লাইভ টেলিভিশনের পর্দায় দেখা যায়, এক জন আক্রমের টেবিলের সামনে রাখা মাইক কেড়ে নিচ্ছেন। দৃশ্যতই থতমত আক্রম তখন তাঁর চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন। তবে কেন এই আক্রমণ, তা নিয়ে মুখ খোলেননি ওই চ্যানেল কর্তৃপক্ষ। যদিও বিষয়টি নিয়ে টুইট করেই দায় সেরেছেন তাঁরা। ওই চ্যানেলের স্পোর্টস এডিটর বিক্রান্ত গুপ্ত হাল্কা চালে বলেছেন, “বন্ধুরা, চিন্তার কোনও কারণ নেই। ওয়াসিম আক্রমের সঙ্গে ভুলভাল কোনও কিছু হয়নি। কয়েক জন শুধু তাঁর ক্যামেরায় বাধা দিয়েছেন। দ্যাটস অল!”

Advertisement

মুম্বইয়ে ওই লাইভ অনুষ্ঠানে আক্রমকে প্রশ্ন করছিলেন বিক্রান্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আক্রম। সেই সময়ই কয়েক জন সম্প্রচার বন্ধ করতে এগিয়ে আসেন বলে জানা গিয়েছে।

ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। এক সমর্থকের কথায়, এটি খুবই ‘অপ্রীতিকর ও লজ্জাজনক’। জাকা জেকবের মতো সাংবাদিক এই ঘটনার নিন্দা করে বলেন, “প্রিয় দেশভক্তরা, ওয়াসিম আক্রমকে হেনস্থা করাটা বীরত্বের লক্ষণ নয়, এটা কাপুরষতা।” এ দেশের মতো পাক ক্রিকেট দুনিয়াও বিষয়টি নিয়ে সরব হয়েছে। পাকিস্তানের মহিলা ক্রিকেটার সানিয়া খান টুইট করেছেন, “আশা করি ওয়াসিম আক্রম ভাল আছেন, নিরাপদে আছেন। লাইভ সম্প্রচারে যা ঘটল তা সত্যিই খুব ডিসটার্বিং।” দিন কয়েক আগে নিজের ব্যাটিং অর্ডার ঘিরে বিতর্কে বেশ বেকায়দায় পড়েছিলেন পাক ব্যাটসম্যান কামরান আকমল। গত কালের ঘটনায় এ বার তিনিও মুখ খুলেছেন। বলেছেন, “ভারতে আমাদের ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আক্রমের উপর যে ঘটনা ঘটেছে তা খুবই ভয়ানক। আমি এর তীব্র নিন্দা করছি।”

Advertisement

এ দিন ড্যামেজ কন্ট্রোলে নেমে চ্যানেলের তরফে বিক্রান্ত গুপ্ত জানিয়েছেন, এক জন মদ্যপ এ কাণ্ড ঘটিয়েছে। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ওয়াসিম আক্রম ভাল আছেন। তাঁর কোনও ক্ষতি হয়নি। তবে গোটা ঘটনায় এখনও নিশ্চুপ স্বয়ং আক্রম।

নীচের ভিডিওতে দেখুন সেই ঘটনার দৃশ্য

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন