IPL

এ বারের আইপিএলে কোন দল সবচেয়ে বেশি ক্যাচ ফেলেছে জানেন?

মাস খানেক হল শেষ হয়েছে এ বারের আইপিএল। বেশ কিছু অসাধারণ ক্যাচের সাক্ষী থেকেছে গোটা টুর্নামেন্ট। ঠিক তেমনই বহু ক্যাচ ফেলতেও দেখা গিয়েছে দলগুলিকে। দেখে নেওয়া যাক কোন দল কতগুলো ক্যাচ ফেলেছে এ বার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ১৫:২৩
Share:
০১ ১০

মাস খানেক হল শেষ হয়েছে এ বারের আইপিএল। বেশ কিছু অসাধারণ ক্যাচের সাক্ষী থেকেছে গোটা টুর্নামেন্ট। ঠিক তেমনই বহু ক্যাচ ফেলতেও দেখা গিয়েছে দলগুলিকে। দেখে নেওয়া যাক কোন দল কতগুলো ক্যাচ ফেলেছে এ বার।

০২ ১০

মাস খানেক হল শেষ হয়েছে এ বারের আইপিএল। বেশ কিছু অসাধারণ ক্যাচের সাক্ষী থেকেছে গোটা টুর্নামেন্ট। ঠিক তেমনই বহু ক্যাচ ফেলতেও দেখা গিয়েছে দলগুলিকে। দেখে নেওয়া যাক কোন দল কতগুলো ক্যাচ ফেলেছে এ বার।

Advertisement
০৩ ১০

কলকাতা নাইট রাইডার্স: সব থেকে বেশি ক্যাচ ফলতে দেখা গিয়েছে কেকেআরকে। মোট ৬৩টি ক্যাচ ধরেছিল কলকাতা। আর ফস্কেছিল ১৮টি।

০৪ ১০

সানরাইজার্স হায়দরাবাদ: কলকাতার পরেই রয়েছে হায়দরাবাদ। টিম হায়দরাবাদও ফেলেছে ১৮টি ক্যাচ। তবে ধরেছে ৬৪টি।

০৫ ১০

 চেন্নাই সুপার কিংস: ধোনির চেন্নাই সব থেকে বেশি ক্যাচ ধরেছে এ বার। মোট ৬৯টি। তবে ১৪টি ক্যাচ ফেলেওছে।

০৬ ১০

রাজস্থান রয়্যালস: রাজস্থান ৫৭টি ক্যাচ ধরেছে। ফেলেছে ১৪টি ক্যাচ।

০৭ ১০

কিংস ইলেভেন পঞ্জাব: টিম পঞ্জাব এ বার মোট ৫৪টি ক্যাচ ধরলেও ফেলছে ১২টি।

০৮ ১০

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মার মুম্বইয়ের ক্যাচ ধরার পরিসংখ্যান বেশ চমকপ্রদ। ৬৭টি ক্যাচ ধরেছে তারা। ফেলেছে মাত্র ১২টি।

০৯ ১০

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বিরাট কোহালির টিমের রেকর্ড কিন্তু তেমন নয় এ বার। ৪৯টি ক্যাচ ধরলেও ফেলেছে ১২টি।

১০ ১০

দিল্লি ডেয়ারডেভিলস: দল হিসেবে এ বার তেমন কিছুই করতে পারেনি দিল্লি। তাদের ফিল্ডিংও তেমন ভাল হয়নি। ৫২টি ক্যাচ ধরছে, যেখানে মিস করতে দেখা গিয়েছে দশটি ক্যাচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement