Sports News

শুধু দৌড়ে ১০০ রানের তালিকায় কে কে?

সেই তালিকায় কখনও দেশের কেউ তো কখনও বিশ্ব ক্রিকেটের কোনও তারকা। দেখে নেওয়া যাক শুধু দৌড়ে ১০০ রানের তালিকায় কে কে রয়েছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০২
Share:
০১ ০৬

প্রতিদিনই তাঁর ব্যাট থেকে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। কখনও ছাপিয়ে যাচ্ছেন নিজের দেশেরই কাউকে। আবার কখনও বিশ্ব ক্রিকেটে ছুঁয়ে ফেলছেন বড় বড় তারকাকে। সেই তালিকায় কখনও দেশের কেউ তো কখনও বিশ্ব ক্রিকেটের কোনও তারকা। দেখে নেওয়া যাক শুধু দৌড়ে ১০০ রানের তালিকায় কে কে রয়েছেন।

০২ ০৬

বিরাট কোহালি: ২০১৮-এর ৭ ফেব্রুয়ারি সেই তালিকায় ঢুকে পড়লেন বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ১৬০ রানের ইনিংসের মধ্যে ১০০ রান এল শুধুই দৌড়ে।

Advertisement
০৩ ০৬

মার্টিন গাপ্তিল: নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপ্তিল ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০১ রানের ইনিংস খেলেছিলেন একই ভাবে।

০৪ ০৬

অ্যাডাম গিলক্রিস্ট: অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট ২০০৪ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০২ রানের ইনিংস খেলেছিলেন দৌড়ে।

০৫ ০৬

ফাফ দু প্লেসি: দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ দু প্লেসি ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন শুধুই দৌড়ে।

০৬ ০৬

গ্যারি কার্স্টেন: প্রাক্তন ভারত কোচ ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান গ্যারি কার্স্টেন ১৯৯৬ সালে আরব আমিরশাহীর বিরুদ্ধে ১১২ রান করেছিলেন দৌড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement