Sports

ধোনিদের এই নতুন জার্সি রহস্য জানেন?

কারও জার্সির পিছনে লেখা সরোজ, কারও দেবকী তো কারও সুজাতা। অভিনব এই জার্সি পরেই শনিবার সিরিজ নির্ধারক ম্যাচে বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের মুখোমুখি হল ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ১৬:১৯
Share:

মায়ের নাম লেখা জার্সি পরে ভারতীয় দল। ছবি: বিসিসিআই।

কারও জার্সির পিছনে লেখা সরোজ, কারও দেবকী তো কারও সুজাতা। অভিনব এই জার্সি পরেই শনিবার সিরিজ নির্ধারক ম্যাচে বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের মুখোমুখি হল ভারত।

Advertisement

কিন্তু বিরাট, ধোনি, রাহানেদের জার্সিতে পরিচিত নামগুলি নেই কেন? একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ ভাবে ‘নয়ি সোচ’ নামে একটি ক্যাম্পেন শুরু করেছে বিসিসিআই। সেই ক্যাম্পেনের সমর্থনেই নিজেদের মায়ের নামের জার্সি পরে মাঠে নামার অভিনব সিদ্ধান্ত ভারতের। এ দিন টসের সময়েই রবি শাস্ত্রী জার্সি নিয়ে প্রশ্ন করেন ধোনিকে। ভারতের অধিনায়ক জানান, এত দিন বাবার নাম জার্সিতে লেখা থাকত। এ বার মায়েদের সম্মান জানানোর পালা।

বিশাখাপত্তনমে এ দিন অভিষেক ঘটল জয়ন্ত যাদবের। তাঁর হাতে ক্যাপ চুলে দেন বীরেন্দ্র সহবাগ। দলে ফিরেছেন জসপ্রিত বুমরাহও। বাদ পড়েছেন হার্দিক পাণ্ডে।

Advertisement

আরও পড়ুন:
সমুদ্রসৈকতে সিরিজ জেতার লড়াই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement