সিরিজ জিতল নিউজিল্যান্ড

জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ৩৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ জিতল নিউজিল্যান্ড। হারারেতে এ দিন আগে ব্যাট করে অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯০ রানের উপর ভর করে ২৭৩-৭ তোলে নিউজিল্যান্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০৪:০৮
Share:

জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ৩৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ জিতল নিউজিল্যান্ড। হারারেতে এ দিন আগে ব্যাট করে অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯০ রানের উপর ভর করে ২৭৩-৭ তোলে নিউজিল্যান্ড। হ্যামিল্টন মাসাকাদজা (৫৭) ও শন উইলিয়ামস (৬৩) পাল্টা লড়াই দিলেও শেষরক্ষা হয়নি জিম্বাবোয়ের। ৪৭.৪ ওভারে ২৩৫ অলআউট হয়ে যায় তারা। ম্যাচের সেরা ও সিরিজের সেরা, দুটো পুরস্কারই পেলেন কেন উইলিয়ামসন। এই নিয়ে পরপর ছ’টা ইনিংসে পঞ্চাশ বা তার বেশি রান করলেন নিউজিল্যান্ড অধিনায়ক। যা তাঁর টিমের কাছে স্বস্তির জায়গা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement