জিতেও তিন নম্বরে চেলসি

তবু কার্যত নতুনদের নিয়ে  (দলের গড় বয়স ২৪) যথেষ্ট ভাল খেলেছে তারা। যার কৃতিত্ব অনেকটাই দেওয়া হচ্ছে চেলসির নতুন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ০৫:২১
Share:

ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যাচের একটি মুহূর্ত।রয়টার্স।

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির চমক অব্যাহত। উয়েফার বিধিনিষেধের জেরে এ বার সে ভাবে দল গড়তে পারেনি ইংল্যান্ডের এই ক্লাবটি। তবু কার্যত নতুনদের নিয়ে (দলের গড় বয়স ২৪) যথেষ্ট ভাল খেলেছে তারা। যার কৃতিত্ব অনেকটাই দেওয়া হচ্ছে চেলসির নতুন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে।

Advertisement

বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার এডেন অ্যাজ়ার ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। বিখ্যাত কোচ মাউরিসিয়ো সাররি দায়িত্ব নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসের। তবু এ বারের ইপিএল টেবলে চেলসি শনিবার ম্যাঞ্চেস্টার সিটিকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এল। পয়েন্ট ১২ ম্যাচে ২৬। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ২-০ হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ৫২ ও ৭৯ মিনিটে গোল করেন যথাক্রমে ট্যামি আব্রাহাম এবং ক্রিশ্চিয়ান পুলিসিচ। ইপিএলের অন্য ম্যাচে ঘরের মাঠে লেস্টার সিটি ২-০ হারাল আর্সেনালকে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে লেস্টার সিটির হয়ে গোল করেন জেমি ভার্ডি ও জেমস ম্যাডিসন। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে উঠে এল লেস্টার সিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন