French Open 2025

মাত্র এক গেম খুইয়ে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে মহিলাদের শীর্ষবাছাই সাবালেঙ্কা

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন এরিনা সাবালেঙ্কা। প্রথম রাউন্ডে মাত্র এক গেম খুইয়ে জিতলেন মহিলাদের শীর্ষবাছাই তারকা। জিতলেন এলিনা সোয়াইতোলিনাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২৩:০১
Share:

ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে জয়ের পর এরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স।

সহজ জয়ে ফরাসি ওপেন শুরু করলেন এরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় রাউন্ডে উঠলেন তিনি। প্রথম রাউন্ডে কামিল্লা রাখিমোভার বিরুদ্ধে মাত্র এক গেম খোয়ালেন মহিলাদের শীর্ষবাছাই। এক ঘণ্টার লড়াই তিনি জিতলেন স্ট্রেট সেটে (৬-১, ৬-০)। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনাও।

Advertisement

প্যারিসে পা দেওয়ার আগে ছন্দেই ছিলেন সাবালেঙ্কা। গত ইউএস ওপেন জিতেছেন তিনি। চলতি বছরে তিনটে ট্রফি জিতেছেন সাবালেঙ্কা। তার মধ্যে শেষটা এসেছে গত মাসে মাদ্রিদে। তাই তিনি যে শুরুতে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ফরাসি ওপেন এক বারও জিততে পারেননি সাবালেঙ্কা। সেই লক্ষ্যে শুরুটা ভাল করলেন তিনি।

ফিলিপে শাঁতিয়ের কোর্টে দাপট দেখান সাবালেঙ্কা। ৩০টা উইনার মারেন তিনি। পাঁচটা ‘এস’ আছড়ে পড়ে বেলারুশের তারকার র‌্যাকেট থেকে। প্রতিপক্ষ রাখিমোভা গোটা ম্যাচে মাত্র ৯টা উইনার মারতে পেরেছেন। তার মধ্যেই ১৭টা আনফোর্সট এরর করেন সাবালেঙ্কা। ফলে দুই সেটে দু’বার তাঁর সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন রাখিমোভা। কিন্তু এক বারও পারেননি তিনি। উল্টো দিকে ১১ বার রাখিমোভার সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন সাবালেঙ্কা। পাঁচ বার ভাঙেন তিনি।

Advertisement

রাখিমোভার বিরুদ্ধে তিন বার মুখোমুখি হয়েছেন সাবালেঙ্কা। তিন বারই জিতলেন তিনি। গত বছর ওয়াশিংটনে তিন সেটের লড়াই জিতেছিলেন সাবালেঙ্কা। তবে রোলঁ গারোজে যে দু’বার তাঁরা মুখোমুখি হয়েছেন দু’বারই সহজে জিতেছেন সাবালেঙ্কা। এর আগে ২০২৩ সালে ৬-২, ৬-২ জিতেছিলেন সাবালেঙ্কা। গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে টানা ১৮টা ম্যাচ জিতলেন সাবালেঙ্কা। শেষ বার ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে কার্লা সুয়ারেস নাভারোর কাছে প্রথম রাউন্ডে হেরেছিলেন সাবালেঙ্কা।

মহিলাদের শীর্ষবাছাই সাবালেঙ্কা জিতলেও প্রাক্তন দুই নম্বর তারকা পেত্রা কিভিতোভা প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। সুইৎজ়ারল্যান্ডের ভিক্টোরিজ়া গোলুবিকের কাছে হেরেছেন চেক প্রজাতন্ত্রের কিভিতোভা (৬-৩, ০-৬, ৪-৬)। গোটা ম্যাচে ৪৫টা আনফোর্সড এরর করেছেন তিনি। তাতেই হারতে হয়েছে কিভিতোভাকে।

সহজ জয় পেয়েছেন সোয়াইতোলিনা। জ়েইনেপ সোনমেজ়কে স্ট্রেট সেটে (৬-১, ৬-১) হারিয়েছেন তিনি। গোটা ম্যাচে মাত্র দুটো গেম খুইয়েছেন ইউক্রেনের তারকা। প্রতিপক্ষের ১৩টা সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন তিনি। ছ’টা ভাঙতে পেরেছেন সোয়াইতোলিনা। তাঁরও একটা সার্ভিস ভেঙেছেন সোনমেজ়। তাতে অবশ্য ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি সোয়াইতোলিনার।

পুরুষদের সিঙ্গলসে স্ট্রেট সেটে (৬-৪, ৭-৫, ৬-৪) নিজের ম্যাচ জিতেছেন আমেরিকার ফ্রান্সিস টিয়াফো। রোমান সাফিউলিনকে হারিয়েছেন তিনি। স্ট্রেট সেটে জিতেছেন ইটালির লোরেঞ্জো মুসেত্তিও। জার্মানির ইয়ানিক হাঁফম্যানকে (৭-৫, ৬-২, ৬-০) হারিয়েছেন তিনি। পুরুষদের সিঙ্গলসের তিন তারকা কার্লোস আলকারাজ়, নোভাক জোকোভিচ ও ইয়ানিক সিনার এখনও নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচ খেলেননি। সোমবার আলকারাজ় ও সিনারের খেলা রয়েছে। জোকোভিচ নামবেন মঙ্গলবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement