World Cup

বিশ্বকাপ জিতলে মিলবে কত কোটি? জানিয়ে দিল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মেগা টুর্নামেন্টের পুরস্কার মূল্য জানিয়ে দিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ২০:১৬
Share:

বিশ্বকাপের সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহা। —ফাইল চিত্র।

এগিয়ে আসছে বিশ্বকাপ। কে জিতবে এ বারের বিশ্বকাপ, তা নিয়ে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছেন।

Advertisement

এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মেগা টুর্নামেন্টের পুরস্কার মূল্য জানিয়ে দিল। আসন্ন বিশ্বকাপে মোট ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ। গতবারের বিশ্বকাপের থেকে পুরস্কারমূল্য বেড়েছে প্রায় ৬. ২৫ শতাংশ।

চ্যাম্পিয়ন দল ঘরে নিয়ে যাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ২৮ কোটি টাকা। রানার্স দলকে দেওয়া হবে ২ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ১৪ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দল পাবে ৫.৬ কোটি টাকা। লিগ পর্যায়ে জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে ২৮ লক্ষ টাকা।

Advertisement

আরও খবর: ইংরেজ ব্যাটসম্যানদের বেদম মারে বোধোদয়, পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন তারকা পেসার

আরও খবর: আইপিএলের নিক্তিতে কী অবস্থা ভারতের বিশ্বকাপ দলের? রইল মার্কশিট

এ বারের টুর্নামেন্ট রাউন্ড রবিন পর্যায়ের। অর্থাৎ অংশগ্রহণকারী সবক’টি দলই খেলবে সবার সঙ্গে। ১৯৯২ সালের বিশ্বকাপেও একই ফরম্যাটে খেলা হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফরম্যাটে খেলা হওয়ায় টুর্নামেন্ট হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন